বঙ্গ

আজ কালীঘাটে মুখ্যমন্ত্রীর কাছে ব্রাজিলিয়ান সুপারস্টার রোনাল্ডিনহো

প্রতিবেদন : উৎসবমুখর কলকাতায় আজ, সোমবার দেখা মিলবে বিশ্ববরেণ্য ব্রাজিলিয়ান সুপারস্টার রোনাল্ডিনহোর। আজ দুপুরেই তিনি কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন। দেখা হবে। কথা হবে। মুখ্যমন্ত্রীকে উপহার দেবেন ব্রাজিল দলের জার্সি। ফুটবল পাগল বাংলায় ব্রাজিল সুপারস্টারকে স্বাগত জানাতে তৈরি মমতা বন্দ্যোপাধ্যায়ও। বাংলার কৃষ্টি- সংস্কৃতি সম্বলিত উপহার পাবেন রোনাল্ডিনহোও।

আরও পড়ুন-গুজরাতে পিটিয়ে খুন বাংলার দুই শ্রমিককে, গ্রেফতার শূন্য

ইতিমধ্যেই রবিবার মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির পুজোতেও গিয়েছেন বিশ্ব ফুটবলের এই সুপারস্টার। আগামিকাল, মঙ্গলবার ডায়মন্ড হারবারে একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেবেন তিনি। যেখানে উপস্থিত থাকবেন ডায়মন্ড হারবারের সাংসদ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা টিমের অন্যতম অনুপ্রেরণা অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজোর আবহে রোনাল্ডিনহোর মতো বিশ্ব ফুটবলের মহাতারকা কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর বাড়ি সহ একাধিক পুজো মণ্ডপে যাবেন শুনে আপ্লুত বঙ্গবাসী। এবছর পুজোয় একে বাড়তি পাওনা হিসেবেই দেখছেন ফুটবল প্রিয় বাংলার নাগরিকরা। আজও কালীঘাট থেকেই দুপুর তিনটে থেকে কলকাতা-সহ জেলার একাধিক পুজো উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই রোনাল্ডিনহোর সঙ্গে তাঁর সাক্ষাৎ পর্ব রয়েছে। শনিবার গভীর রাতেই শহরে এসে পড়েছেন রোনাল্ডিনহো।

আরও পড়ুন-বস্ত্রবিতরণ দিয়ে শুরু অভিষেকের একগুচ্ছ কর্মসূচি

রবিবার মুখ্যমন্ত্রী বলেন, সদ্যসমাপ্ত স্পেন সফরে গিয়ে লা লিগার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে রাজ্য সরকার। তিনি নিজেও বার্সেলোনায় গিয়ে ফুটবল মিউজিয়াম এবং স্টেডিয়াম দেখে এসেছেন। এই আবহে রোনাল্ডিনহোর মতো মহাতারকা কলকাতায় আসছেন সেটা বাংলার ফুটবলের বিজ্ঞাপনের পক্ষে ভাল।
রবিবার ২৬টি পুজো উদ্বোধনের মাঝেই মুখ্যমন্ত্রীর আফসোস, তিনি সশরীরে পুজো মণ্ডপে গিয়ে উদ্বোধন করতে পারছেন না। তবে সব উদ্যোক্তাদেরই ইউনেস্কোর বিদেশি অতিথিদের নিয়ে বিশেষ নির্দেশ দিচ্ছেন মুখ্যমন্ত্রী। বারবার বলছেন, মণ্ডপ যেন ফাঁকা না থাকে। বিদেশি অতিথিরা এলে তাঁদের উলুধ্বনি দিয়ে, শাঁখ বাজিয়ে বরণ করতে হবে। তাঁদেরকে বাংলার ঐতিহ্যবাহী মিষ্টি দিয়ে আপ্যায়ন করতে হবে। একইসঙ্গে পুজো কমিটিগুলির প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, মহিলা সদস্যদের যেন একই ধরনের শাড়ি দেওয়া হয়। এর মধ্যে বেশ কয়েকটি ক্লাবের সদস্যদের পোশাক খুব পছন্দ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আরও পড়ুন-দিনের কবিতা

উদ্বোধন করতে গিয়ে বারেবারেই স্মৃতির সরণিতে গিয়েছেন মুখ্যমন্ত্রী। কালীঘাট মিলন সংঘের কথা বলতে গিয়ে বলেছেন, আমার বাবা একটা সময় এই ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। স্বাধীনতার আগে পুজো শুরু হয়েছিল। কখনও উদ্বোধনে দাদাকে দেখে বলেছেন, তোর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। ওখানে যাওয়ার পারমিশন কে দিল? ক্লাবের সদস্যদের অনুরোধ, দাদাকে বেশি চাপ না দিতে। মুখ্যমন্ত্রীকে মণ্ডপে না পেয়ে চোখে জল মন্ত্রী অরূপ বিশ্বাসের। তিনিও স্মৃতিচারণে মুখ্যমন্ত্রীর গান গাওয়ার কথা তুলে ধরেন। সব মিলিয়ে ক্লাবগুলির সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর যে নিবিড় যোগাযোগ, আত্মার যোগাযোগ, প্রাণের যোগাযোগ তা স্পষ্ট হয়ে গিয়েছে।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

1 hour ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

5 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

5 hours ago