সংবাদদাতা, বারাসাত : দলের নির্দেশ না মানায় অবশেষ ৬১ জন পুরনির্বাচনের নির্দল প্রার্থীকে বহিষ্কার করল উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নেতৃত্ব। ৪৮ ঘণ্টা অতিক্রম হবার পরেও দলের কথা অমান্য করে নির্দল বা অন্য দলের হয়ে যারা পুরভোটে লড়ছেন এরকম ৬১ জনকে উত্তর ২৪ পরগনা তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) থেকে বহিষ্কার করা হল বলে জানাল বারাকপুর-দমদম সাংগঠনিক জেলার সভাপতি বিধায়ক পার্থ ভৌমিক। উত্তর ২৪ পরগনা নির্দল ও দলের বিরুদ্ধে গিয়ে প্রার্থী হয়েছিলেন প্রায় ৬৭ জন। তাদের মধ্যে ৬ জন দলের নির্দেশ মেনে তাঁদের নির্বাচনী প্রচার থেকে সরে এসেছেন। বাকি ৬১ জন সেই নির্দেশ না মানায় তাঁদের বহিষ্কার করা হয়েছে। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এবং বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকসহ অন্যান্য তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতৃত্ব। সাংবাদিকদের প্রশ্নে জেলা নেতৃত্ব থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে বহিষ্কৃতদের দলে ফিরিয়ে নেওয়া হবে না। দলের তরফে সর্বোচ্চ নেতৃত্ব ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল লিফলেট বিলি করে জানাতে যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। কিন্তু ৬১ জন সেই নির্দেশ অমান্য করেছেন যা দলবিরোধী। উত্তর ২৪ পরগনা জেলার মোট ২৫টি পুরসভার মধ্যে ১৩টি পুরসভার এই প্রার্থীরা তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে নেতৃত্ব আশাবাদী সামনে কয়েক দিনের মধ্যে আরও কয়েকজন প্রার্থিপদ প্রত্যাহার করতে পারেন। এ বিষয়ে দলের নজর রয়েছে।