অনির্বাণ কর্মকার, আসানসোল: রাজ্যে প্রথম সরকারি জেলা হাসপাতালে ব্রেস্ট ট্রান্সপ্লান্ট হল এক ক্যানসার রোগীর। আসানসোল জেলা হাসপাতালের বিশিষ্ট শল্য চিকিৎসক তথা পিজি হাসপাতালের ব্রেস্ট চিকিৎসার সর্বময় কর্তা দীপ্তেন্দ্র সরকারের তত্ত্বাবধানে ও নেতৃত্বে ব্রেস্ট ট্রান্সপ্লান্ট হল এক মহিলার। ডাঃ সরকারের সঙ্গে ছিলেন বাঙ্গুর এমআর হাসপাতালের আর এক নামী শল্য চিকিৎসক রণিত রায়।
আরও পড়ুন-ভারতীয় দলে কেউই অপরিহার্য নয়:সানি
আসানসোল জেলা হাসপাতালের শল্য চিকিৎসকের দল এই অপারেশনে উপস্থিত থেকে পুরো অপারেশন পর্যবেক্ষণ করেন। আগামী দিনে এই ধরনের অপারেশন জেলা হাসপাতাল স্তরে করার জন্য তাঁরা প্রশিক্ষণও নিয়েছেন। জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সালানপুর ব্লকের এক মহিলা তাঁর স্তনে টিউমার নিয়ে এই হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন। সেখানে তাঁর অপারেশনও হয়। অপারেশনের পর বায়োপসি রিপোর্টে দেখা যায় মহিলা স্তন ক্যানসারে আক্রান্ত। সাধারণত এ ক্ষেত্রে স্তন বাদ যাওয়ার কথা। কিন্তু ওই মহিলা চাননি তাঁর স্তন বাদ দেওয়া হোক। এর পরেই টেলি-মেডিসিনের সাহায্যে পিজি হাসপাতালের স্তন ক্যান্সারের নামী চিকিৎসক ডাঃ দীপ্তেন্দ্র সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, এ ক্ষেত্রে ব্রেস্ট ট্রান্সপ্লান্ট সম্ভব। কিন্তু তার জন্য খরচ বহন করতে হবে রোগীকে। এর পর এগিয়ে আসে আসানসোল পুরনিগমের স্বাস্থ্য বিভাগ। তারাই যাবতীয় খরচ বহন করে। এই অপারেশনটি আসানসোলে শুধু নয়, রাজ্যের জন্যেও ঐতিহাসিক পদক্ষেপ বলে জানান দীপ্তেন্দ্র সরকার। তবে আগামী দিনে এই অপারেশনের খরচ কীভাবে জোগানো হবে তা নিয়ে ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু হয়েছে। প্রশাসনিক স্তরে বিষয়টি জানানো হয়েছে যাতে এই ব্যয়বহুল অপারেশন রোগীরা বিনা খরচে করাতে পারেন সে বিষয়ে সরকারি পদক্ষেপের জন্য।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…