প্রতিবেদন : বাস স্টপে এবার ব্রেস্ট ফিডিং রুম (Breastfeeding room)। কলকাতা পুরসভার নয়া পাইলট প্রোজেক্ট। শিশুকে স্তন্যপান করানো জরুরি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। প্রথম ছ’মাস পর্যন্ত শিশুকে সবসময় মায়ের স্তন্যপান করানোই দস্তুর। কিন্তু রাস্তাঘাটে কোনও কারণে শিশুকে নিয়ে বেরোতে হলে সমস্যায় পড়েন মায়েরা। সেক্ষেত্রে পুরসভার ‘বাস স্ট্যান্ড উইথ ফিডিং রুম’ অভিনব। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, নতুন এই বাস স্ট্যান্ডের ভিতরে থাকবে চেয়ার। একটা স্মার্ট টয়লেট। আর ব্রেস্ট ফিডিং রুম (Breastfeeding room)। রাতের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকবে এই বাস স্ট্যান্ড।
আরও পড়ুন: মুর্শিদাবাদ নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে নেত্রী, উচ্চমাধ্যমিক পরীক্ষার পর জেলা সফর