প্রতিবেদন : মোরবি বিপর্যয়ের স্মৃতি ফিরিয়ে দিল বরোদা। গুজরাতের (Gujarat Bridge collapse) মোরবির পর বরোদা-আনন্দ সংযোগকারী মহিসাগর নদীর উপর গম্ভীরা সেতু ভেঙে পড়ল হুড়মুড়িয়ে। ব্রিজ ভেঙে নদীতে পড়ল একাধিক গাড়ি। নদীর উপর বিপজ্জনকভাবে ঝুলে তেলের ট্যাংকার। প্রাণ হারালেন ৯ জন সাধারণ মানুষ। জখম আরও কমপক্ষে ৯ জন। মোদিজি এবার কী বলবেন এই ঘটনা ‘অ্যাক্ট অফ গড’ নাকি ‘অ্যাক্ট অফ ফ্রড’? এই বিপর্যয়ের নৈতিক দায় নেবেন না! আপনার রাজ্য গুজরাতের বিজেপি-শাসিত সরকার চুপ কেন? অবিলম্বে নিরপেক্ষ তদন্ত হোক, দাবি তুলল তৃণমূল কংগ্রেস।
ডবল ইঞ্জিন রাজ্য (Gujarat Bridge collapse) মানেই ডবল বিপর্যয়, ডবল দুর্ভোগ। প্রতিদিন সেই ছবি উঠে আসছে। এবারও তার অন্যথা হল না। বুধবার সকালেই গুজরাতে ভয়াবহ দুর্ঘটনা। বরোদার মহিসাগর নদীর উপরে থাকা ৪৫ বছরের পুরনো গম্ভীরা সেতু মাঝখান থেকে ভেঙে পড়ল নদীতে। ব্রিজের উপর থাকা গাড়িগুলিও হুড়মুড়িয়ে নদীতে পড়ে তলিয়ে গেল। ৯ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। যানবাহনগুলির মধ্যে দুটি ট্রাক এবং দুটি ভ্যান ছিল। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে।
আরও পড়ুন- তিরন্দাজি বিশ্বকাপে ভারতের বিশ্বরেকর্ড
এই বিপর্যয় নিয়ে মন্ত্রী ডাঃ শশী পাঁজা বলেন, ডবল ইঞ্জিন সরকারের ডবল গুঁতোয় বেসামাল গুজরাত। সেতু ভেঙে মাশুল গুনছে সাধারণ মানুষ। তাতে বিজেপির কিছু যায় আসে না। কারণ এইবারেও মোদিজি পুরো বিষয়টিকেই ‘অ্যাক্ট অফ গড’ বলে চালাবেন। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, গুজরাতে বারবার সেতু বিপর্যয় যে আসলে ‘অ্যাক্ট অফ ফ্রড’, সেটা আর সাধারণ মানুষের বুঝতে বাকি নেই। মৃতের সংখ্যা দশ অতিক্রম করেছে। নিখোঁজ এখনও অনেকে। ফলে মৃতের সংখ্যা কত দাঁড়াবে এখনই বলা যাচ্ছে না। এর আগে মোরবিতে ব্রিজ ভেঙে ২০০-র বেশি হতাহত হয়েছিল। প্রধানমন্ত্রী পোস্তার অ্যাক্সিডেন্ট নিয়ে বলেছিলেন অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড। নিজেদের রাজ্যে যখন সেতু ভেঙে পড়ছে, মোদি-শাহরা তখনও বলুন অ্যাক্ট অফ ফ্রড। কিন্তু কিছু বলছেন না তাঁরা, কিছুদিন আগে বিজেপি-রাজ্যে আবার সেতু ভেঙে পড়েছিল, তখন প্রধানমন্ত্রী ভুলে গেলেন সেখানে কতজন পর্যটকের মৃত্যু হয়েছিল। এবার নিরপেক্ষ তদন্ত দরকার। বারবার গুজরাতে সেতু ভাঙছে কেন? জানান প্রধানমন্ত্রী।