প্রতিবেদন : কোভিডের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে পড়াশোনা। দীর্ঘ দিন ধরে স্কুলে সশরীরে ক্লাস করতে পারেনি পড়ুয়ারা। তবে এবার বহুদিন পরে ফের ক্লাসে ফিরছে ছাত্র-ছাত্রীরা। কিন্তু পড়াশোনায় যে ফাঁক থেকে গেছে তা পূরণ করতে উদ্যোগী হল রাজ্য সরকার। রাজ্যের শিক্ষা দফতরের পরিকল্পনা, ১৬ তারিখ স্কুল খোলার পর আগে পুরনো ক্লাসের পড়া ঝালিয়ে নিয়ে তবেই নতুন সিলেবাসে হাত দেওয়া হবে। এটা করা হবে অনেকটা ব্রিজ-কোর্সের আকারে। প্রথম পর্যায়ে আগামী বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের এই ব্রিজ-কোর্সের আওতায় আনা হবে। যার জন্য স্কুলগুলিকে নির্দিষ্ট বইও দেওয়া হবে। পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে অন্যান্য ক্লাসের পড়ুয়াদের জন্যও একই ধরনের মডেল চালু করা হবে বলে ভাবনা-চিন্তা করা হচ্ছে।
আরও পড়ুন : প্রতারণাচক্রের পর্দাফাঁস, ধৃত এক
যারা আগামী বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তাদের নবম ও একাদশ শ্রেণির গুরুত্বপূর্ণ অংশগুলি ব্রিজ-কোর্স আকারে পড়ানো হবে। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের অনেকটা জুড়ে থাকে নবম এবং একাদশ শ্রেণির পাঠ্যক্রম৷ তাই প্রায় দেড় বছরের বেশি সময় ধরে স্কুলমুখী না হওয়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের নবম ও একাদশ শ্রেণির পাঠ ঝালিয়ে নিতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে৷ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের আগে নবম ও একাদশ শ্রেণির গুরুত্বপূর্ণ অংশগুলি পড়ানো হবে। প্রয়োজনে আগে প্র্যাক্টিক্যাল ক্লাস নতুন করে নেওয়া হতে পারে।