ব্রিজের ক্ষতি খতিয়ে দেখা হবে

শনিবার সন্ধ্যায় ঘণ্টা দেড়েকের বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়েছে নিউ আলিপুরের বস্তি। ভস্মীভূত ৮০টিরও বেশি ঝুপড়ি।

Must read

প্রতিবেদন : শনিবার সন্ধ্যায় ঘণ্টা দেড়েকের বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়েছে নিউ আলিপুরের বস্তি। ভস্মীভূত ৮০টিরও বেশি ঝুপড়ি। একলহমায় সর্বস্বান্ত হয়েছে বহু পরিবার। রবিবার সকালে ঘটনাস্থলে যান স্থানীয় ৮১ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান জুঁই বিশ্বাস। যেহেতু দুর্গাপুর ব্রিজের ঠিক তলায় ছোট-ছোট ঝুপড়ি বানিয়ে লোকজন বসবাস করতেন, তাই শনিবারের আগুনে ব্রিজও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন-বাবাসাহেবকে অবমাননায় আজ বাংলা জুড়ে প্রতিবাদ

জুঁই জানিয়েছেন, আগুনে ব্রিজের কংক্রিট যথেষ্ট ক্ষতিগ্রস্ত হতে পারে। এই নিয়ে পূর্তমন্ত্রীর সঙ্গে কথা বলব। নিউ আলিপুর থানায় বিষয়টা জানিয়েছি। ব্রিজের তলা থেকে কারনিশগুলোর একাংশ ভেঙে ভেঙে পড়ছে। ব্রিজে যান চলাচল একেবারে বন্ধ করে স্বাস্থ্যপরীক্ষা করতে হবে। শনিবারই ঘটনাস্থলে গিয়ে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, রেলের জায়গা এটা। সেখানেই বেআইনিভাবে ঝুপড়ি তৈরি করে লোকজন বাস করছিলেন। জুঁই বলেন, রেলের জায়গা দখল করে থাকলেও তাদের হেলদোল ছিল না। কখনও দেখতে আসেনি। হয়তো জনা কুড়ির ভোটার কার্ড আছে। যাদের আছে তারা দখল করে ভাড়া দিয়ে দেয়। পুরোটা অবৈধ।

Latest article