অর্থাভাবে থেমে থাকবে না মেধা, ৪০ জনকে বৃন্দাবন মাতৃমন্দির স্কলারশিপ

Must read

প্রতিবেদন: অর্থাভাবে পিছিয়ে পড়া মেধাবীদের জন্য ফের এগিয়ে এল বৃন্দাবন মাতৃমন্দির (Brindaban matrimandir scholarship)। গত একদশক ধরে দুর্গোৎসবের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার পরিচয়ও দিয়েছে সুকিয়া স্ট্রিটের বৃন্দাবন মাতৃমন্দির (Brindaban matrimandir scholarship)। একাদশ বর্ষে ৪০ জন আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী পড়ুয়ার হাতে তুলে দেওয়া হল দশ হাজার টাকা করে স্কলারশিপ। নিট পরীক্ষায় সাফল্য পাওয়া মুর্শিদাবাদের প্রথম বর্ষের এমবিবিএস ছাত্র সইদ আনোয়ার পেলেন ‘ডাঃ কল্যাণ কুমার ঘোষ স্মৃতি স্কলারশিপ’। মাধ্যমিকে কৃতিত্বের জন্য ট্যাংরার হেয়ার স্কুলের প্রত্যুশ ধারাকে দেওয়া হল ‘মনিকা ঘোষ স্মৃতি স্কলারশিপ’। দু’টি বৃত্তিই প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষের বাবা-মায়ের নামে প্রবর্তিত। অনুষ্ঠানে উপস্থিত হয়ে কুণাল ঘোষ বলেন, বাবা-মা মারা যাওয়ার পর বাৎসরিক কাজ হয়েছে। সময়ের সঙ্গে ব্যস্ততার সঙ্গে সেগুলো আর হয়ে ওঠে না হয়তো অনেকেরই। কিন্তু বৃন্দাবন মাতৃমন্দির এই যে আয়োজন করে দিয়েছে তাতে ওই মন্ত্র পড়ে বাৎসরিক কাজ, এখানে স্কলারশিপ দেওয়ার মধ্যে দিয়ে পূরণ হয়ে গিয়েছে। দশ বছর আগে মাত্র চল্লিশ হাজার টাকার বৃত্তি দিয়ে কর্মসূচি শুরু হয়েছিল। এখনও পর্যন্ত প্রায় ৩০০ মেধাবী পড়ুয়া এই প্রকল্প থেকে উপকৃত হয়েছে।

আরও পড়ুন-পুলিশকে বোমা ছোঁড়ার ছক ফাঁস, অডিও ক্লিপ প্রকাশ কমিশনারেটের

Latest article