ব্রিটানিয়া বিস্কুট কোম্পানি (Britannia Biscuit) সংস্থার অফিস এবং কারখানা ছিল কলকাতার তারাতলা এলাকায়। সেটি বন্ধ করে দেওয়া হচ্ছে এবং কারখানা বাংলা থেকে চলে যাচ্ছে বলে প্রচার করা হয়। সুযোগ বুঝে রাজ্যের বিজেপি নেতারা এই নিয়ে রাজনীতির ময়দানে নেমে পড়েছেন। কিন্তু জানা যাচ্ছে, ব্রিটানিয়া সংস্থা আরও বড় আকারে লগ্নি করবে দুর্গাপুরে। যদিও রেজিস্টার্ড ঠিকানা থাকবে তারাতলার ইউনিট। এবার এই ভুয়ো খবরের জবাব দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ।
আরও পড়ুন-শপথে জটিলতা, রাজ্যপালকে কড়া চিঠি দিলেন দুই বিধায়ক
এদিন নিজের এক্স হ্যান্ডেলে একটি প্রতিবেদন শেয়ার করে তিনি লেখেন, ‘প্রিয় বিজেপির আইটি সেল ব্রিটানিয়া বিস্কুট কোম্পানি নিয়ে ভুয়ো খবর প্রচার করে আপনাদের কুরুচিপূর্ণ আনন্দের কোন কারণ নেই। ব্রিটানিয়া কিন্তু বাংলায় নিজেদের কারখানা বন্ধ করছে না, যেটা আপনারা দাবি করেছেন। বরং পুরনো কারখানা বন্ধ হওয়ার পরে দুর্গাপুরে বিনিয়োগ করছে। যারা বাংলার দুর্ভাগ্য কামনা করে এবং ভুয়ো খবর ছড়ায় তারা এখন নিজেরাই মিথ্যার জগতে বাস করছেন।’
আরও পড়ুন-নিট কেলেঙ্কারি, পান্ডাদের ধরতে পারল না কেন্দ্র
প্রসঙ্গত, ব্রিটানিয়া কোম্পানির প্রধান বিনয় সিং কুশওয়া ইতিমধ্যেই এই মর্মে বলেন, ‘আমরা রাজ্য সরকারকে লগ্নি প্রস্তাব জমা দিয়েছি। প্রাথমিক আলোচনাও হয়েছে। এই লগ্নি একাধিক পর্যায়ে এবং একাধিক সামগ্রীর উপর হবে।’ সংশ্লিষ্ট দফতর মনে করছে বাংলায় অনেক বড় মার্কেট আছে। এখানে উৎপাদন করার বিশেষ প্রয়োজন। কিন্তু সমস্যা হল তারাতলার ইউনিটটি বেশ পুরোনো। সেটা একেবারেই সাশ্রয়ী নয়। তাই ওটা রেজিস্টার্ড অফিস হিসাবে থাকবে। উৎপাদনের জন্য দুর্গাপুরকে বেছে নেওয়া হচ্ছে। এই রাজ্য থেকে ৯০০ কোটি টাকা আয় হয় বলেও খবর।
Dear @BJP4India @BJP4India IT Cell and other non biologicals, you’ll need to stop your distasteful celebrations. You see #Britannia is NOT shutting shop in Bengal as you claimed, instead it’s investing in a cutting-edge facility in Durgapur following the closure of its old plant.… pic.twitter.com/ROZCi0CbHz
— Sagarika Ghose (@sagarikaghose) June 25, 2024