শহরে নামবে না ব্রিটেনের বিমান

নির্দেশিকায় বলা হয়েছে ঝুঁকিপূর্ণ ছাড়াও বাকি দেশগুলি থেকে আসা যাত্রীদের জন্য বিমানবন্দরে কোভিড টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।

Must read

প্রতিবেদন : করোনা সংক্রমণ রুখতে সোমবার থেকে চালু হয়ে গেল একগুচ্ছ বিধিনিষেধ। রবিবার নবান্নে সাংবাদিক বৈঠকে বেশ কিছু বিধিনিষেধের কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবায় নিষেধাজ্ঞা জারি করলেও মুখ্যসচিব বলেন, ‘সোমবার থেকে ব্রিটেনের কোনও বিমানকে শহরে নামতে দেওয়া হবে না।’

আরও পড়ুন-করোনা সংক্রমণ রুখতে বিধিনিষেধ আরোপ রাজ্যে

পাশাপাশি দিল্লি ও মুম্বইগামী বিমানের ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার নবান্ন থেকে একাধিক বিধিনিষেধের কথা ঘোষণা করেন মুখ্যসচিব। বৈঠকে হরিকৃষ্ণ দ্বিবেদী বলেন, আপাতত মুম্বই এবং দিল্লি থেকে সপ্তাহে দু’দিন (সোম ও শুক্রবার) বিমান পরিষেবা চালু থাকবে। বাকি দিনগুলিতে এই দু’টি শহর থেকে আসা বিমান কলকাতা বিমানবন্দরে নামার অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে আন্তর্জাতিক বিমানে আসা সমস্ত বিমানযাত্রীদের জন্য কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে।

আরও পড়ুন-আপাতত স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ

নির্দেশিকায় বলা হয়েছে ঝুঁকিপূর্ণ ছাড়াও বাকি দেশগুলি থেকে আসা যাত্রীদের জন্য বিমানবন্দরে কোভিড টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। ১০ শতাংশ যাত্রীর আরটিপিসিআর টেস্ট করা হবে। বাকি ৯০ শতাংশ যাত্রীর র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করতে হবে। নিজেদের খরচেই এই টেস্ট করা বাধ্যতামূলক। র‍্যাপিড আন্টিজেন টেস্টের রিপোর্ট পজিটিভ এলে তাঁদের আরটিপিসিআর টেস্ট করতে হবে। এ ছাড়াও বিমানবন্দরে ভিড় এড়ানোর জন্য যাত্রীদের আগে থেকে টেস্ট বুক করে রাখতে হবে। বিমান সংস্থাগুলিকে এ-ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Latest article