নক্কারজনক ঘটনা! রাজধানীর সম্মান ভুলুন্ঠিত। হোলি উপলক্ষে মহারাষ্ট্র এবং গোয়ায় ছুটি কাটাতে ভারতে এসেছিলেন এক তরুণী। স্বাভাবিকভাবেই সেখানে গিয়ে সোশ্যাল মিডিয়ার দৌলতে পরিচিত এক বন্ধুকে তাঁর সঙ্গে দেখা করতে বলেন তিনি। কিন্তু বন্ধু সেখানে দেখা না করে তাঁকে দিল্লি (Delhi)যাওয়ার প্রস্তাব দেন। ভরসা করেই বন্ধুর কথা অনুযায়ী দিল্লির একটি হোটেলে গিয়ে ওঠেন ব্রিটিশ সেই তরুণী। এরপরেই ঘটনা অন্যদিকে মোড় নেয়। মঙ্গলবার রাতে এক সঙ্গীকে নিয়ে ওই হোটেলে যান অভিযুক্ত। এরপরেই তাঁকে সেখানে ধর্ষণ করেন দুজন মিলে।
আরও পড়ুন-ফের বিভ্রাট! পিছলো পৃথিবীর বুকে সুনীতাদের ফেরার দিনক্ষণ
এরপরেই দিল্লিতে ডেকে এনে ব্রিটিশ তরুণীকে ধর্ষণের কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়। গ্রেফতার করা হয়েছে দু’জনকে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর তদন্তকারীরা জানতে পেরেছেন ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। পুলিশ সূত্রে খবর, ধৃতদের একজন ওই তরুণীর বন্ধু। সমাজমাধ্যমে আলাপ হওয়ার পর বন্ধুত্ব হয় তাঁদের। অপরজন ওই অভিযুক্তের পরিচিত। ঘটনার পর বুধবার সকালে দিল্লির বসন্তকুঞ্জ থানায় ওই তরুণী অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, অভিযোগকারিণী ব্রিটেনের নাগরিক হওয়ায় নিয়ম অনুসারে ব্রিটিশ হাই কমিশনকে বিষয়টি জানানো হয় পুলিশের তরফে। হাই কমিশনের তরফে ওই ব্রিটিশ তরুণীকে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।