ঢাকা, ৫ জানুয়ারি : মুস্তাফিজুর রহমান বিতর্কে নয়া মোড়। বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করল মহম্মদ ইউনুসের সরকার! জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি ইউনিস সরকারে।
এর আগেই ভারতের মাটিতে আসন্ন টি-২০ বিশ্বকাপের ম্যাচ খেলবে না বলে জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার সরকারের তরফ থেকে এল এই কড়া পদক্ষেপ। সোমবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল ম্যাচ বা টুর্নামেন্ট সংক্রান্ত কোনও কিছু সম্প্রচার করা যাবে না। একই সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে আইপিএলের প্রচারও। জনস্বার্থেই এই সিদ্ধান্ত। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেশের সবকটি টেলিভিশন চ্যানেলকে আইপিএল সংক্রান্ত সব ধরনের সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছে। বলা হয়েছে, এবারের আইপিএল থেকে মুস্তাফিজুরকে (Mustafizur Rahman) বাদ দেওয়ার প্রতিবাদ জানাতেই এই সিদ্ধান্ত।
আরও পড়ুন-নিজের সংস্থার নাম ঘোষণা করলেন নীরজ
এদিকে, ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ না খেলার যে সিদ্ধান্ত নিয়েছে, তার দায় সরাসরি ভারতীয় বোর্ডের ঘাড়ে চাপিয়েছেন বাংলাদেশ বোর্ডের ডিরেক্টর ফারুখ আহমেদ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া কেকেআরকে বলেছিলেন, মুস্তাফিজুরকে (Mustafizur Rahman) ছেড়ে দিতে। সম্ভবত সেটা নিরাপত্তার কারণে। বিসিসিআই সচিব ইঙ্গিত দিয়েছিলেন, আইপিএল চলাকালীন মুস্তাফিজুরকে নিরাপত্তা দেওয়া কঠিন হবে। যদি একজন ক্রিকেটাররেই নিরাপত্তা নিয়ে সমস্যা দেখা দেয়, তাহলে কোন ভরসার পুরো বাংলাদেশ দল কলকাতা এবং মুম্বইয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে যাবে? এটা বাংলাদেশ সরকারের কাছে উদ্বেগের বিষয়। ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের জন্যও উদ্বেগের বিষয়।
ফরুখ আশাবাদী, আইসিসি তাঁদের আবেদনে সাড়া দিয়ে ভারত থেকে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাবে। পাকিস্তানের উদাহরণ টেনে ফারুখ বলেছেন, সবাই এখন হাইব্রিড মডেলে খেলছে। ভারত তো পাকিস্তানের বিরুদ্ধে দুবাইয়ে গিয়ে খেলে! পাকিস্তানও বিশ্বকাপের ম্যাচ ভারতে না খেলে শ্রীলঙ্কায় খেলবে। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে আপত্তি কীসের!

