প্রতিবেদন : বুধবারের কর্মব্যস্ত সকালে হঠাৎ থমকে গেল হাওড়া স্টেশন। দীর্ঘক্ষণ লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকায় চূড়ান্ত দুর্ভোগের শিকার হতে হল নিত্য অফিসযাত্রীদের। বুধবার স্টেশন থেকে কারশেডে যাওয়ার পথে একটি ট্রেনের ব্রেক খারাপ হয়ে যাওয়ায় আচমকা দাঁড়িয়ে পড়ে। এর জেরে এদিন সকাল সাড়ে দশটা থেকে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে হাওড়া স্টেশনের ১ থেকে ৪ নম্বর প্ল্যাটফর্ম। লিলুয়া থেকে হাওড়ার মধ্যে প্রায় এক থেকে দেড়ঘণ্টা ধরে দাঁড়িয়ে থাকতে হয় একাধিক লোকাল ট্রেনকে। প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকে ওই লাইনের ট্রেন চলাচল।
আরও পড়ুন-প্ররোচনামূলক বিবৃতি, মিঠুনের বিরুদ্ধে দায়ের জোড়া এফআইআর
পূর্বরেল সূত্রে খবর, সকাল সাড়ে ১০টা নাগাদ একটি ট্রেন ৩ নং প্ল্যাটফর্ম থেকে কারশেডে যাবার সময় ব্রেক বিকল হয়ে দাঁড়িয়ে পড়ে। এর জেরে হাওড়া স্টেশনের ১ থেকে ৪টি প্ল্যাটফর্মে ট্রেন ঢোকা-বেরোনো বন্ধ হয়ে যায়। দুপুর ১২টার পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। ব্যাপক হয়রানির শিকার হতে হয় অফিসযাত্রীদের। বহু যাত্রী ট্রেন থেকে নেমে লাইন ধরেই হাঁটা শুরু করেন। রেলের রক্ষণাবেক্ষণের গাফিলতির জেরেই এই ঘটনা বলে যাত্রীদের অভিযোগ।