ভাইয়ের ফাঁসি হোক, বললেন দিদি, সরিয়ে দেওয়া হল আরজি করের সুপারকে

কীর্তিমান সঞ্জয়ের কঠোরতম শাস্তি দাবি করেছেন তার দিদি। প্রয়োজনে অপরাধীর ফাঁসির আবেদনও করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : আরজি কর-কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত সঞ্জয় রায় আদতে বিহারের বাসিন্দা। মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার হওয়ার পরও বেপরোয়া ওই যুবক। কলকাতা পুলিশে সিভিক ভলান্টিয়ার হিসেবে নিযুক্ত থাকলেও মানত না কোনও নির্দেশ। লালবাজারের সিটের তদন্তে উঠে আসছে ওই যুবকের একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড। আরজি কর হাসপাতালের পিছনেই ছিল তার যত কুকর্মের ঠেক। ঘটনার রাতে ওই হাসপাতালে ডিউটি না থাকা সত্ত্বেও সেখানে গিয়ে এত বড় কাণ্ড ঘটিয়েছিল সে। মদ্যপান থেকে মেয়েদের উত্ত্যক্ত করা, কোনও খারাপ কাজই বাকি ছিল না সঞ্জয়ের। অভিযোগ করেছেন আরজি করের মহিলা চিকিৎসকরাও। কীর্তিমান সঞ্জয়ের কঠোরতম শাস্তি দাবি করেছেন তার দিদি। প্রয়োজনে অপরাধীর ফাঁসির আবেদনও করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-হিন্ডেনবার্গ : ফেঁসে গেল বিজেপি, বিচারবিভাগীয় তদন্তের জোর দাবি

এদিকে ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে দেওয়া হয়েছে আরজি কর হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ঠকে। স্বাস্থ্য ভবনের তরফে তাঁর জায়গায় হাসপাতালের নয়া সুপার তথা ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত করা হয়েছে বুলবুল মুখোপাধ্যায়কে। রবিবার বিকেলে তদন্তের খাতিরে ফের আরজি কর হাসপাতালে গিয়েছে লালবাজারের বিশেষ তদন্তকারী দল। আরজি করের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই সঞ্জয় রায়কে গ্রেফতার করেছেন কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা। সঞ্জয় ও তার পরিবার বিহার থেকে পেশার তাগিদে কলকাতায় আসে। পরিবারেরই দুই মেয়ে বাংলায় এসে পুলিশকর্মী হিসাবে কাজ করলেও পরিবারকে ছেড়ে নিজের মর্জিমতো জীবন কাটাত সঞ্জয়, এমনটাই দাবি তার পরিবারের। অপরাধ জগতে তার যাতায়াতের জন্য পরিবারও তার সঙ্গে সম্পর্ক রাখত না। ঘটনার পরে সঞ্জয়ের দিদি তার কঠোর থেকে কঠোরতম শাস্তি দাবি করেছেন। তিনি দাবি করেন, যদি তাঁর ভাইয়ের ফাঁসিও হয় তাহলেও যেন তার দেহ পরিবারের হাতে না দেওয়া হয়। সঞ্জয়কে ভাই বলে পরিচয় দিতেই চান না তার দিদি।

আরও পড়ুন-দিঘা-মন্দারমণির জন্য ৮টি স্পিডবোট, দুর্ঘটনা ও পর্যটক মৃত্যু রুখতে এবার জলপথে চলবে নজরদারি

এদিকে শুক্রবার আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই হাসপাতালের সুপারকে অপসারণের দাবিতে সরব হয়েছিলেন সেখানকার পড়ুয়া ও চিকিৎসকরা। রবিবার সকালে স্বাস্থ্য ভবনের তরফে আরজি করের সুপার পদ থেকে সঞ্জয় বশিষ্ঠকে সরিয়ে এনআরএসের ফিজিওলজি বিভাগের অধ্যাপক পদে পাঠিয়ে দেওয়া হয়েছে। আরজি করের নতুন সুপার হিসেবে নিযুক্ত করা হয়েছে বুলবুল মুখোপাধ্যায়কে, যিনি বর্তমানে হাসপাতালের ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স পদে ছিলেন।

Latest article