নির্মম! SIR-এর শুনানির লাইনে দাঁড়িয়ে মৃত্যু ব্যক্তির

ফের কেন্দ্রের অপরিকল্পিত সিদ্ধান্তের বলি বাংলার আরও এক নাগরিক। এবার উত্তর ২৪ পরগনার বারাসতে SIR-এর শুনানির লাইনে দাঁড়িয়ে মৃত্যু হল এক ব্যক্তির।

Must read

ফের কেন্দ্রের অপরিকল্পিত সিদ্ধান্তের বলি বাংলার আরও এক নাগরিক। এবার উত্তর ২৪ পরগনার বারাসতে SIR-এর শুনানির লাইনে দাঁড়িয়ে মৃত্যু হল এক ব্যক্তির। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম রমজান আলি,বয়স ৪৫। রমজান মধ্যমগ্রাম বিধানসভার রহণ্ডা চণ্ডীগড় পঞ্চায়েতের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে বারাসত ২ নম্বর ব্লকের বিডিও অফিসে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন-নথি চুরির অভিযোগে ইডির বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় FIR প্রতীক জৈনের স্ত্রীর

সূত্রের খবর, কিছু নথি সংক্রান্ত সমস্যার জন্যে রমজান আলিকে শুনানিতে ডেকে পাঠানো হয়েছিল। এদিন সকাল থেকেই বিডিও অফিসে SIR-এর শুনানির কাজ চলাকালীন পরিবারের সঙ্গে তিনিও সেখানে যান। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করেই অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান রমজান। উপস্থিত সকলে তাঁর মুখে-চোখে জল দেয়। এরপর কিছুটা সুস্থ হয়ে তিনি আবার লাইনে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু কিছুক্ষণ পরে আবার অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

আরও পড়ুন-১৫টির বেশি রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা

প্রসঙ্গত, মঙ্গলবার নামের অসঙ্গতি, এসআইআরের শুনানির আতঙ্কেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় নওদা থানায় বালি-১ গ্রাম পঞ্চায়েতের টুঙ্গিপাড়ার বুথ নং ২১৮ এ একজন ভোটারের। ওই ব্যক্তির ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল কালু শেখ এবং বর্তমানে আধার কার্ড নাম রয়েছে মোজাম্মেল শেখ। আধার কার্ডে ইংরেজি এবং বাংলায় দুটি নাম আলাদা আলাদা ছিল। ৩১ ডিসেম্বর তাঁকে ও পরিবারের চারজনকে শুনানির জন্য ডাকা হয়। এরপরেই মঙ্গলবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও রাস্তাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মোজাম্মেল শেখ ওরফে কালু শেখের।

Latest article