প্রতিবেদন : উত্তরপ্রদেশে নারীদের নিরাপত্তা যেন এখন সোনার পাথর বাটির মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত প্রশ্নের মুখে সেই রাজ্যের শান্তি-নিরাপত্তা। ফের যোগীরাজ্যে (Yogi Adityanath) উদ্ধার হল তরুণীর হাত-পা বাঁধা ঝুলন্ত দেহ। উত্তরপ্রদেশের বালিয়ায় বাড়ি থেকে ৪০-৫০ মিটার দূরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখা যায় তরুণীকে। পরিবারের অভিযোগ, ধর্ষণ করে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে তরুণীকে। যদিও যোগী রাজ্যের পুলিশ বিষয়টিকে প্রেমের সম্পর্কের জেরে খুন বলে চালানোর চেষ্টায় রয়েছে। মৃত ২০ বছরের ওই তরুণীর আগামী ২৫ এপ্রিল বিয়ে ছিল।
আরও পড়ুন-শিন্ডেকে বিশ্বাসঘাতক তকমা ‘সেনা’র অরাজকতা হোটেলে, আক্রান্ত কৌতুকশিল্পী কুণাল কামরা
ঘটনার দিন তরুণীর বাবা-মা চিকিৎসার জন্য লখনউ গিয়েছিলেন। তাঁর ভাইও কর্মসূত্রে বাইরে থাকে। এই পরিস্থিতিতে বাড়িতে সে ও তার ঠাকুমা ছিল। তরুণীর ঠাকুমার দাবি, কোনওভাবেই তাঁর নাতনি আত্মহত্যা করতে পারে না। অনেকে মিলে তাঁকে খুন করেছে। দোষীদের চরম শাস্তি দাবি করেন তিনি। স্থানীয়দের দাবি তাঁকে ধর্ষণ করে ঝুলিয়ে দেওয়া হতে পারে।
বালিয়া পুলিশ সুপারের দাবি, প্রাথমিক তদন্তে এই ঘটনাকে প্রেমের ঘটনা বলে আন্দাজ করা হচ্ছে। এদিকে এখনও পর্যন্ত কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।