নৃশংস! তরুণী বিধবাকে পেট্রল ঢেলে পোড়ালো প্রেমিক ও তাঁর স্ত্রী

শিকারিপাড়া থানার ওসি এই বিষয়ে জানিয়েছেন, মাকু মুর্মুর মা, ফুলমণি হাঁসদার অভিযোগের ভিত্তিতে একটি FIR দায়ের করা হয়েছে।

Must read

ঝাড়খণ্ডের (Jharkhand) দুমকা জেলাতে ২১ বছরের এক বিধবাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ তাঁর প্রেমিক ও প্রেমিকের স্ত্রীর বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় মূল অভিযুক্ত মঙ্গল দেহরিকে গ্রেফতার করেছে পুলিশ। ১৩ নভেম্বর দুমকার শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে মাকু মুর্মু (২১) নামে ওই যুবতীকে পুড়িয়ে মারা হয়। রীতিমত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন-রামমোহনকে অপমান! বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস

শিকারিপাড়া থানার ওসি এই বিষয়ে জানিয়েছেন, মাকু মুর্মুর মা, ফুলমণি হাঁসদার অভিযোগের ভিত্তিতে একটি FIR দায়ের করা হয়েছে। তিন বছর ধরে মঙ্গল দেহরি নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে ছিলেন মাকু মুর্মু। ঘটনার দিন, মঙ্গল দেহরি তাঁর স্ত্রীকে নিয়ে মাকু মুর্মুর বাড়িতে গিয়ে অশান্তি করেন। এর পরেই তারা মাকুর বাড়িতে থাকা পেট্রল তাঁর গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন।

আরও পড়ুন-৩৩ বছর পর পরমাণু বোমার ‘টেস্ট’ আমেরিকার

সূত্রের খবর, অভিযুক্তকে গ্রেফতার করা হলেও তাঁর স্ত্রী এখনও পলাতক। তাঁকে খুঁজে বের করার জন্য জোর তল্লাশি চলছে। স্বাভাবিকভাবেই এমন এক ঘটনার ফলে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক কেন তাদের মধ্যে অশান্তি শুরু হয়েছিল সেই নিয়ে এখনও কিছু স্পষ্ট হয় নি। তবে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Latest article