অনুুপ্রবেশ থেকে চোরাকারবার মদতদাতা বিএসএফই : উদয়ন

বিএসএফের ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন উদয়ন।

Must read

সংবাদদাতা, কোচবিহার : বিএসএফের ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন উদয়ন। তার ক্যাপশনে লেখেন, আমি অনেকদিন থেকে বলে আসছি, সীমান্তে অনুপ্রবেশই বলুন বা পাচার, বিএসএফের মদত ছাড়া হতেই পারে না।

আরও পড়ুন-বিজেপির বিভাজনের রাজনীতির প্রতিবাদেই তৃণমূলে আসা: তাপসী

এমনকী একটি ভিডিও পোস্ট করে বলেন, ‘‘এই ভিডিও আমার দাবির সত্যতাকেই প্রমাণ করে।’’ এই পোস্ট করার পরই শুরু হয় শোরগোল। বরাবরই সীমান্তে অনুপ্রবেশ থেকে শুরু করে চোরাকারবার, সমস্ত কিছুর জন্যই বিএসএফের মদত আছে বলে অভিযোগ করেন মন্ত্রী। উদয়ন আরও বলেন, বিএসএফের ভূমিকার ব্যাপারে কেন্দ্রের স্বরাষ্ট্র দফতরের সতর্ক হওয়া প্রয়োজন। জানা গিয়েছে, এর আগেও বাংলাদেশের উত্তপ্ত অবস্থার পরে সীমান্তে মেখলিগঞ্জে ভারতীয়দের কাঁটাতারের বেড়া দেওয়ায় বাধা দেওয়ার অভিযোগ ওঠে বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ এদিকে দিনহাটা ও মাথাভাঙা সীমান্ত এলাকায় হামেশাই অভিযোগ ওঠে বিএসএফের ওপরে বাংলাদেশি দুষ্কৃতীদের আক্রমণের। অভিযোগ, বারংবার এধরনের ঘটনা সামনে আসায় বিএসএফের সীমান্ত সুরক্ষার দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।

Latest article