সংবাদদাতা, বনগাঁ : সীমান্তে ফেনসিং দেওয়ার অজুহাতে জমির ফসল এবং গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠল সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে। এই অভিযোগ তুলে সরব হলেন গাইঘাটা ব্লকের সীমান্তলাগোয়া ঝাউডাঙ্গার বর্নবেড়িয়া গ্রামের কৃষকরা। এর প্রতিবাদে বুধবার বনগাঁ-গোপালপুর রাজ্য সড়কের বর্ণবেড়িয়ায় রাস্তা অবরোধ করেন তাঁরা। প্রায় ঘন্টা তিনেক অবরোধ, বিক্ষোভ চলার পর বিএসএফের উর্ধ্বতন কর্তাদের আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামের মানুষ। প্রতিবেশী দেশে অস্থির পরিস্থিতিতে অনুপ্রবেশ-সহ জঙ্গিদের এদেশে ঢোকা রুখতে ভারত-বাংলাদেশ সীমান্তলাগোয়া যেসব গ্রামে কাঁটাতার নেই, সেই সব এলাকাতে কাঁটাতার লাগানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন-এগোতে পারে স্কুলের সময়
সেই অনুযায়ী, বুধবার গাইঘাটা ব্লকের সীমান্ত লাগোয়া ঝাউডাঙ্গার বর্নবেড়িয়া গ্রামে কাঁটাতারের বেড়া দিচ্ছিলেন বিএসএফ জওয়ানরা। কিন্তু কাঁটাতার লাগানো সঠিক ভাবে হচ্ছে না বলে বিএসএফের বিরোধিতায় নামেন বর্নবেড়িয়া গ্রামের কৃষকরা। তাদের দাবি, আগাম কোনও নোটিশ ছাড়াই নির্বিচারে জমির ফসল, গাছ কেটে জমির উপর দিয়েই কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছিল। এর ফলে জমিতে কাজ করতে যাওয়া থেকে ফসল নিয়ে আসার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। সঠিক ভাবে কাঁটাতার না লাগানোর প্রতিবাদেই চাষিরা জোটবদ্ধ ভাবে বনগাঁ-গোপালপুর রাজ্য সড়কের বর্নবেড়িয়া গ্রামে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। রাস্তায় গাছ ফেলে প্রায় তিন ঘন্টা ধরে চলে এই অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ এবং ঝাউডাঙ্গা বিওপির বিএসএফ জওয়ানরা। আসেন ঝাউডাঙ্গা পঞ্চায়েতের প্রধান ও জনপ্রতিনিধিরাও। তাঁরা কথা বলেন বিক্ষোভকারীদের সঙ্গে। শেষে বিএসএফের আশ্বাসে অবরোধ তুলে নেন কৃষকরা। এই প্রসঙ্গে ঝাউডাঙ্গা পঞ্চায়েতের প্রধান আন্না বিশ্বাস বলেন, সঠিক ভাবে কাঁটাতার না দেওয়ায় চাষিরা অবরোধ করেছিল। পরে অবশ্য বিএসএফের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছেন তাঁরা।