সংবাদদাতা, কোচবিহার: দোষী বিএসএফ জওয়ানদের শাস্তি চাই। সীমান্তরক্ষীর মারে বাবার মৃত্যুতে কান্নাভেজা গলায় এভাবেই দাবি জানালেন নিহত জেলার মিঞার ছেলে শাহিনুর মিঞা। রবিবার গীতালদহে (Gitaldaha- BSF) নিহত জেলাল মিঞার বাড়িতে যান মন্ত্রী উদয়ন গুহ ও জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। তাঁদের দেখেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। মন্ত্রী উদয়ন গুহ (Minister Udayan Guha) পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষোভ উগরে দেন। নিহতের এক আত্মীয় মন্ত্রীকে বলেন, জেলাল মিঞা ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতেন। পরিবারের সঙ্গে দেখা করতে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শীতলকুচি ব্লকের গীতালদহ (Gitaldaha- BSF) মরিচা গ্রামে গত সপ্তাহে তাঁর বাড়িতে এসেছিলেন। গত শনিবার সন্ধ্যায় জেলাল মিঞা (৪৬) ইফতার শেষ করে লুঙ্গি ও শার্ট পরে স্থানীয় মসজিদে নামাজ আদায়ের পর ধানখেতে সেচের কাজ দেখতে গিয়েছিলেন। রবিবার সকালে তাঁর পরিবারের সদস্যরা জানতে পারেন জেলালের মৃতদেহ মাথাভাঙা মহকুমা হাসপাতালে রয়েছে।