প্রতিবেদন : সীমান্ত ঠিকমতো পাহারা দিতে পারে না, অনুপ্রবেশকারী বা চোরাচালান ঠেকাতে পারে না, ভূরি ভূরি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত অথচ স্থানীয় মানুষজনকে নিগ্রহ করার ব্যাপারে বিএসএফ অতি-তৎপর। এবার তাদের নিগ্রহের শিকার নদিয়ার চাপড়া থানার হাটখোলা গ্রামের এক স্থানীয় কৃষক। নাম রফিকুল মোল্লা। শনিবার সকালে রফিকুল এক চায়ের দোকানে বসেছিলেন। সেই সময় বিএসএফ জওয়ানরা সেখান থেকে তাঁকে জোর করে নিয়ে গিয়ে ‘বাংলাদেশি’ সন্দেহে বেধড়ক মারধর করে। সেই সঙ্গে বাংলাদেশি নাগরিক হিসেবে স্বীকারোক্তি দিতে চাপও দেওয়া হয়।
আরও পড়ুন-দমদমে গণধর্ষণে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ৩ অভিযুক্ত
শেষমেশ স্থানীয় লোকজনের চাপে বাধ্য হয় ছেড়ে দিতে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। রফিকুল চাপড়া থানায় থানায় এ নিয়ে লিখিত অভিযোগ করেছেন। জানিয়েছেন, ‘‘তিন ঘণ্টা বসিয়ে রাখার পর আমায় ব্যাপক মেরেছে। তারপর তিন-চারটে কনস্টেবল পায়ে শিকল বেঁধে দেয়। একজন টেনে ধরে ছিল। আমার পিছনে অনবরত মেরেছে। খালি বলছে, বল তুই বাংলাদেশি।’’ রফিকুলের দাবি, এই এলাকায় আগেও বিএসএফ এমন অনেককে ধরে নিয়ে গিয়ে মারধর করেছে।
ঘটনা জানাজানি হতেই বিএসএফের ভূমিকার তীব্র সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়দের দাবি, সীমান্ত এলাকায় এ-ধরনের জোরজুলুম প্রায়ই ঘটছে। এ নিয়ে বিএসএফের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রফিকুলের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।

