ব্যর্থ অনুপ্রবেশের ষড়যন্ত্র! সাম্বায় ৭ পাক-জঙ্গিকে খতম করল BSF

Must read

ফের মুখ পুড়ল পাকিস্তানের। ভারতীয় সেনাবাহিনীর হাতে নিকেশ জঙ্গিরা। পাকিস্তানের মাটিতে ভারতের প্রত্যাঘাতের মধ্যেই বৃহস্পতিবার রাতেই জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা। জম্মু ও কাশ্মীরের সাম্বায় অনুপ্রবেশের চেষ্টার সময় বিএসএফ (BSF) নিকেশ করল ৭ জঙ্গিকে।

আরও পড়ুন- রামগড় BSF ক্যাম্পে পাক-ড্রোন হানা, গুলি করে নামাল ভারতীয় সেনা

অনুপ্রবেশকারী জঙ্গিরা জইশ-ই-মহম্মদের সদস্য। পাকিস্তানে থাকা লঞ্চপ্যাড ব্যবহার করে ভারতে ঢোকার চেষ্টা করছিল জঙ্গিরা। পাকিস্তানের এমন ঘৃণ্য ষড়যন্ত্র ব্যহত করেছে ভারতীয় সেনা।

সেনারা জানিয়েছেন, অপারেশন সিন্দুরের আওতায় সব পাকিস্তানি ড্রোনগুলিকে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিয়েছে বাহিনী। ভারতের তরফে সাফ বলা হয়েছে, সীমান্ত রক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

Latest article