সীমান্তে অন্যায় করছে বিএসএফ

পদ্মার ভাঙনে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীরা তাদের জমিতে চাষ করতে অন্যায়ভাবে বাধা দিচ্ছে।

Must read

প্রতিবেদন : বাংলাদেশ সীমান্তের বাসিন্দাদের ওপর সীমান্ত রক্ষী বাহিনীর অত্যাচার রুখতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। যে ভাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে নানা অছিলায় সীমান্ত এলাকার মানুষেরা নিগৃহীত হচ্ছেন তার প্রতিবাদ জানিয়ে ও প্রতিকার চেয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশ, জন্ম ও মৃত্যুর আবেদন আরও সহজ করা হচ্ছে

মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলি সোমবার বিধানসভার উল্লেখ পর্বে সীমান্তরক্ষী বাহিনীদের অত্যাচার এবং অন্যায়ভাবে গুলি চালানোর প্রসঙ্গ তোলেন। তাঁর নির্বাচনী এলাকা ভগবানগোলার অনেক জায়গা বাংলাদেশের সীমান্তের কাছে। পদ্মার ভাঙনে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীরা তাদের জমিতে চাষ করতে অন্যায়ভাবে বাধা দিচ্ছে। অথচ তাদের জমিতে কিছু বাঙলাদেশের মানুষ জোর করে চাষ করছে।

Latest article