বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে যুবককে গুলি করে খুন বিএসএফ-এর!

Must read

গিতালদহে বিএসএফের (BSF) গুলিতে গ্রামবাসীর মৃত্যু। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে যুবককে গুলি করে খুন করেছে বিএসএফ। পরিবারের এমনই অভিযোগ বর্ডার সিক্যুরিটি ফোর্সের বিরুদ্ধে।

আরও পড়ুন-স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়লেন সুস্মিতা, অসমে বাঙালি হিন্দুদের ঠকিয়েছে বিজেপি

নিহত যুবকের নাম জাহানুর হক ২০। ঘটনাটি ঘটেছে দিনহাটা ১ ব্লকের গিতালদহ সীমান্তে। বিএসএফের (BSF) দাবি নিহত ব্যক্তি পাচারের সঙ্গে যুক্ত। তবে পরিবারের তরফে দাবি করা হচ্ছে, সে পাচারের সঙ্গে যুক্ত ছিলেন না, তাঁকে রাতের অন্ধকারে বাড়ির পাশ থেকে তুলে নিয়ে গিয়ে গুলি করেছে বিএসএফ। জানা গিয়েছে, জাহানুর ব্যাঙ্গালোরে শ্রমিক হিসেবে কাজ করতেন৷ দিন দশেক আগে বাড়ি ফিরেছিলেন তিনি। মা লীনা বিবি বলেন, রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ায় তারা চিন্তায় ছিলেন। সকালে জানতে পারেন ছেলে গুলিবিদ্ধ হয়েছে। বিএসএফ নির্দোষ ছেলেকে তুলে নিয়ে গিয়ে গুলি করেছে।

Latest article