মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে আশ্বাস দিয়েছিলেন ও সহানুভূতি প্রকাশ করেছিলেন।
অবশেষে মুক্তি,পাকিস্তান থেকে দেশে ফিরলেন রিষড়ার বাসিন্দা বিএসএফ জওয়ান (BSF Soldier) পূর্ণম কুমার সাউ। একথা জানিয়েছেন রিষড়া পুরসভার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র। তবে দেশে ফিরলেও বাড়ি কখন ফিরবে সেটা এখনও পরিষ্কার নয়।
রিষড়ার বাসিন্দা বিএসএফ জওয়ান (BSF Soldier) পূর্ণম কুমার সাউয়ের মুক্তির খবর পাওয়া যেতেই খুশির হাওয়া। তাঁকে মুক্তি দিয়েছে পাকিস্তান এমনটাই খবর। ভারত-পাকিস্তান সংঘাত পর্বে ভুলবশত নিয়ন্ত্রণ রেখা পেরনোয় তাঁকে বন্দি করে পাক রেঞ্জার্স। ২৩ দিন পর শেষ হল তাঁর বন্দি দশা। সম্পূর্ণ সুস্থ ভাবে ভারতে ফিরেছেন বিএসএফ জওয়ান বলে খবর পাওয়া গিয়েছে। ছেলের মুক্তির খবর আসতেই স্বস্তি ফিরেছে সাউ পরিবারেও।
তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, “আমরা প্রার্থনা করি, পূর্ণম কুমার সাউ যেন এই কঠিন অভিজ্ঞতার পর সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন এবং প্রিয়জনদের ভালোবাসার মাঝে সুখে শান্তিতে থাকেন।”