অনুপম সাহা, কোচবিহার: বিএসএফ (BSF) নিরীহ গ্রামবাসীদের ওপর অত্যাচার চালাচ্ছে। তাদের গুলিতে প্রাণ যাচ্ছে নির্দোষ মানুষের। এইসব বন্ধ হোক। এই জুলুম চলবে না। বিএসএফের গুলিতে রাজবংশী যুবক প্রেমকুমার বর্মনের মৃত্যুর প্রতিবাদে কেন্দ্রীয়মন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) বাড়ি ঘেরাওয়ে ২৫ হাজার মানুষের কণ্ঠে উঠল একই আওয়াজ। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নির্দেশে রবিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত এই বিক্ষোভ-সমাবেশ হয়। প্রতিবাদে শামিল হয়েছিলেন ২৫ হাজার সাধারণ মানুষ। প্রতিবাদ মঞ্চে তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রীদের সঙ্গে উপস্থিত ছিলেন মৃত প্রেমকুমার বর্মনের (Prem Kumar Barman) বাবা ও দাদাও। এদিন প্রতিবাদ মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, আমরা সাধারণ মানুষের কাছে এবং গোটা ভারতবাসীর কাছে এদের মুখোশটা খুলে দিতে চাই। বিএসএফ (BSF) একটা নিরীহ ছেলেকে গুলি করে হত্যা করেছে। শুধু হত্যা না অমানবিকভাবে মেরেছে। গুলি চালানোর ফলে ওর শরীরে একবিন্দু রক্ত ছিল না ময়নাতদন্তের সময়। কতটা নারকীয় ভাবে হত্যা করলে এই অবস্থা হতে পারে। প্রতিবাদ সভায় ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, পার্থপ্রতিম রায়, শুচিস্মিতা দেবশর্মা, বিনয়কৃষ্ণ বর্মন, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কমলেশ অধিকারী, আবদুল জলিল আহমেদ প্রমুখ।
আরও পড়ুন:অ্যাডিনো ভাইরাস নিয়ে স্বাস্থ্য দফতরের নির্দেশিকা জারি