প্রতিবেদন : ডুরান্ড কাপে অভিষেক ম্যাচেই মহামেডানকে হারিয়ে অভিযান শুরু করেছে ডায়মন্ড হারবার এফসি। শুক্রবার জয়ের ধারা অব্যাহত রাখতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ফুটবল টিমের বিরুদ্ধে খেলতে নামছে কিবু ভিকুনার দল। বিএসএফ দলটা ডায়মন্ড হারবারের (BSF vs DHFC) কাছে সম্পূর্ণ অচেনা। এটাই ভাবাচ্ছে তাদের। তার উপর ম্যাচটা কিশোরভারতী ক্রীড়াঙ্গনে। বর্ষায় মাঠের অবস্থা কেমন থাকবে, তা নিয়ে আশঙ্কায় রয়েছেন কিবুরা।
প্রথম ম্যাচে মহামেডানের বিরুদ্ধে জিতলেও ডায়মন্ড হারবারের খেলায় অনেক খামতি ছিল। তিন ব্যাকে দলকে খেলানোর কোচের রণকৌশলের সঙ্গে ফুটবলারদের মানিয়ে নিতে সমস্যাও হয়। সেটা বুঝে কিবু চার ব্যাকে চলে গিয়েছিলেন। অনেক নতুন ফুটবলার দলে আসায় প্রথম ম্যাচে বোঝাপড়ার অভাব ছিল। বিএসএফের বিরুদ্ধে ভুলত্রুটি শুধরে নামতে চাইছে ডায়মন্ড হারবার (BSF vs DHFC)। প্রথম একাদশে কিছু পরিবর্তন আনতে পারেন স্প্যানিশ কোচ।
মহামেডানের বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল করে জেতানো অভিজ্ঞ বিদেশি লুকা মাজসেন শুরু থেকে খেলতে পারেন। আইআরটিসি সমস্যা মিটে যাওয়ায় সেন্ট্রাল ডিফেন্সে মেলরয়ের পাশে খেলতে পারেন স্প্যানিশ সেন্টার ব্যাক মিকেল কোর্তাজার। আক্রমণভাগে জবি জাস্টিন, গিরিক খোসলাদের সঙ্গে ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভেইরাও ভরসা দিতে পারেন ডায়মন্ড হারবারকে।
কিবুর সহকারী দেবরাজ চট্টোপাধ্যায় বললেন, প্রত্যেকেই প্রথম ম্যাচে নিজেদের ভুল বুঝতে পেরেছে। সেভাবেই ভুল শুধরে নেওয়ার চেষ্টা করছে। সবাই অভিজ্ঞ খেলোয়াড়। কিন্তু একদিনে সব কিছু বদলানো যায় না। এটা একটা প্রক্রিয়া। তবে প্রতিপক্ষ হিসেবে বিএসএফ আমাদের কাছে সম্পূর্ণ অচেনা। এটা একটা সমস্যা। কিশোরভারতীতে খেলা। বর্ষায় মাঠ কেমন থাকবে জানি না। তবে যে কোনও পরিস্থিতিতে আমরা জয়ের ধারা অব্যাহত রাখার চেষ্টা করব।