১ ফেব্রুয়ারি রবিবারই বাজেট পেশ সংসদে

দিনটি রবিবার হলেও এবং গেজেটেড ছুটির দিন হলেও একতরফাভাবেই ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশের সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।

Must read

নয়াদিল্লি: তীব্র বিতর্ক, সমালোচনা সত্ত্বেও অনড় কেন্দ্র। দিনটি রবিবার হলেও এবং গেজেটেড ছুটির দিন হলেও একতরফাভাবেই ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশের সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। সোমবার জানালেন অধ্যক্ষ ওম বিড়লা। এই নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। তৃণমূলের অভিযোগ, বিজেপি আসলে কুসংস্কারে আচ্ছন্ন।
২৮ জানুয়ারি রাষ্ট্রপতির অভিভাষণ দিয়ে সংসদের বাজেট অধিবেশন শুরু হবে, চলবে ২ এপ্রিল পর্যন্ত। ২৯ জানুয়ারি অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রথম থেকেই রাজনৈতিক মহলে ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করা নিয়ে নানা প্রশ্ন ওঠে। কিন্তু সরকার আগাগোড়াই তাদের একপেশে সিদ্ধান্তে গুরুত্ব দিতে রবিবার রবিদাস জয়ন্তী কেন্দ্রীয় সরকারের গেজেটেড ছুটির দিনেই বাজেট পেশের কথা ঘোষণা করেছে। যদিও কেন্দ্রের একপেশে মনোভাব নিয়ে আগেই তীব্র সমালোচনায় মোদি সরকারকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। মোদি সরকার যা ইচ্ছে তাই করে আসছে। তাদের কিছুই যায় আসে না। বিজেপিকে কুসংস্কারছন্ন দল বলেও তোপ দেগেছে তৃণমূল।

আরও পড়ুন-লাথি মেরে তাড়াব: রাজ

এদিন লোকসভার স্পিকার ওম বিড়লা বাজেটের দিন ঘোষণার পাশাপাশি সংসদে লোকসভার ও রাজ্যসভার কার্যক্রম এআই প্রযুক্তিনির্ভর করে তোলার কথা জানিয়েছেন। এছাড়াও আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দিতে চেয়ে ২০২৭ সাল থেকে সংসদের কার্যক্রম বাংলা ভাষা-সহ অন্যান্য আঞ্চলিক ভাষায় প্রস্তুত করার কথাও জানিয়েছেন স্পিকার বিড়লা। তবে গোটা কার্যপদ্ধতি দ্রুত চালু করা সম্ভবপর নয়। সেক্ষেত্রে গোটা কার্যক্রম শেষ করতে ২০২৭-কে কেন্দ্রীয় সরকার বেছে নিয়েছে বলে জানান তিনি। তৃণমূল কংগ্রেস সংসদে বাংলা এবং অন্যান্য আঞ্চলিক ভাষাকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়ে সোচ্চার হয়েছে। তারা প্রথম থেকেই চাপ তৈরি করেছে বিজেপি সরকারের উপরে।

Latest article