প্রতিবেদন : বেআইনি নির্মাণ রুখতে আরও কড়া হবে কলকাতা পুরসভা। রদবদল করা হবে পুরসভার বিল্ডিং আইনেও। অসাধু প্রোমোটারদের শায়েস্তা করতে বিল্ডিং আইনের ৪০১(এ) নং ধারাকে আরও শক্তিশালী করা হবে বলে পুরসভা সূত্রে খবর। বেআইনি নির্মাণ চিহ্নিত করে তা ভেঙে দেওয়ার পরও রাতারাতি ফের ভেঙে দেওয়া অংশ নির্মাণের অভিযোগ উঠেছে বেশ কয়েকটি জায়গায়। শনিবার পুরভবনে টক টু মেয়রের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে মেয়র ফিরহাদ হাকিম বলেন, বেআইনি বাড়ি হচ্ছে, ভাঙছি, আবার হচ্ছে। আসলে ভয় পাচ্ছে না।
আরও পড়ুন-চায়ে আমের স্বাদ, বাজার মাতাবে এবার ডুয়ার্সের ম্যাংগো টি
এর জন্য বিল্ডিং আইনকে আরও কড়া করতে হবে। বর্তমান আইনে শাস্তি সাত বছরের কম থাকায়, বেআইনি নির্মাণের অভিযোগ উঠলেও লঘু আইনের ফাঁক দিয়ে অসাধু প্রোমোটাররা জামিন পেয়ে যাচ্ছে। বিধানসভায় বিল পাশ করিয়ে বিল্ডিং আইনের ৪০১(এ) ধারাকে আরও শক্তিশালী করতে হবে। আমরা আইন পরিবর্তনের উদ্যোগ নিয়েছি। এই নিয়ে কলকাতার মহানাগরিক আরও জানান, আইন দফতরকে বলে বিল তৈরি করিয়ে তা মন্ত্রিসভার বৈঠকে পাশ করাতে হবে। তারপর তা বিধানসভায় পেশ করা হবে। যত দিন না কঠোর আইন হচ্ছে, তত দিন পুলিশকে কড়া হাতে পরিস্থিতি দমন করতে হবে। বিধানসভার চলতি অধিবেশনে এটা হবে না। তবে পরবর্তী অধিবেশনে বিল পেশের লক্ষ্য রয়েছে। নতুন আইনে কী পরিবর্তন করা হবে, কোন কোন নিয়ম জুড়বে বা বাদ যাবে, তা ঠিক করতে কমিটি গঠন করেছিল কলকাতা পুরসভা। ইতিমধ্যেই সেই কমিটি প্রস্তাবিত বিল্ডিং আইনের খসড়া তৈরি করে পুরসভার কাছে জমা দিয়েছে।