ট্যাংরাতে (Tangra) ক্রিস্টোফার রোডে এবার হেলে পড়ল নির্মীয়মাণ একটি বাড়ি। গতকাল কামারহাটিতে এভাবেই একটি নির্মীয়মাণ বহুতল হেলে পড়ে। প্রোমোটার চায়না কোম্পানিকে দিয়ে সোজা করার কাজ শুরু করেছিলেন। কিন্তু সোজা করতে গিয়ে বিপদ আরও বেড়ে যায়। কলকাতা পৌরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের ক্রিস্টোফার রোডে একটি বহুতল নির্মাণ হচ্ছিল। তার পাশেই রয়েছে আরও একটি বহুতল। সেখানে লোকজন বাস করেন। পাশের বহুতলটির নির্মীয়মাণ বহুতলটির একেবারে গা ঘেঁষে হেলে গিয়েছে। দুটির মধ্যে ফাঁক নেই একপ্রকার। স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
আরও পড়ুনদিনহাটা উৎসবে অসুস্থ প্লেব্যাক সিঙ্গার মোনালি ঠাকুর
বিল্ডিং ডিপার্টমেন্টকে বিষয়টি জানানো হয়েছে। তারা ইতিমধ্যেই স্পটে গিয়ে পর্যবেক্ষণ করেছে। কোনও রকম দুর্ঘটনা এড়াতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কাউন্সিলর জানান। দেখা গিয়েছে নির্মাণের ক্ষেত্রে কলকাতা পুরসভার কোনও শর্ত মানা হয়নি। পাশের বাড়িগুলির সঙ্গে যে নূন্যতম দূরত্ব রেখে নির্মাণকাজ করা হয় নি। এলাকার মাটি পরীক্ষা না করে কী ভাবে বহুতলটি নির্মাণের অনুমতি দেওয়া হল, সেই নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দারা। প্রসঙ্গত, কলকাতায় বহুতল নির্মাণের ক্ষেত্রে মাটি পরীক্ষা করা বাধ্যতামূলক। এলাকার মাটি কতটা শক্ত বা কত তলা আবাসনের ভার বহন করতে পারবে সেই বিষয়টি খতিয়ে না দেখে নির্মাণকাজ বেআইনি।
পুরসভার তরফে জানানো হয়েছে, সোমবার এই বাড়িটি হেলে যাওয়ার খবর পেয়েছেন তারা। দ্রুত সেই বাড়িটির বিষয়ে খোঁজ নেন ইঞ্জিনিয়াররা। মঙ্গলবার সেই সংক্রান্ত রিপোর্ট জমা পড়েছে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগে।