উইজডেনের বর্ষসেরার সম্মান বুমরা ও স্মৃতির

শুধু তাই নয়, ২০২৪ সালে ১৩ টেস্টে ৭১ উইকেট নেন বুমরা। পাশাপাশি টি-২০ বিশ্বকাপে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের সম্মান জিতেছিলেন

Must read

লন্ডন, ২২ এপ্রিল : জসপ্রীত বুমরা ও স্মৃতি মান্ধানার সাফল্যের ঝুলিতে যোগ হল নতুন পালক। ক্রিকেটের ‘বাইবেল’ উইজডেনের বিচারে বর্ষসেরা পুরুষ ও মহিলা ক্রিকেটারের সম্মান পেয়েছেন বুমরা ও স্মৃতি। এই স্বীকৃতির আনুষ্ঠানিক নাম ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’। মঙ্গলবার প্রকাশিত উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের সর্বশেষ সংস্করণে এটা জানানো হয়েছে।

আরও পড়ুন-চক্রান্ত ফাঁস হবেই, মে মাসেই মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

গত বছর টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসাবে কুড়ির কম গড়ে ২০০ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন বুমরা। শুধু তাই নয়, ২০২৪ সালে ১৩ টেস্টে ৭১ উইকেট নেন বুমরা। পাশাপাশি টি-২০ বিশ্বকাপে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের সম্মান জিতেছিলেন। ভারতকে কাপ জেতাতে বড় ভূমিকা পালন করেছিলেন। এছাড়াও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর সিরিজে পাঁচ টেস্টে ৩২ উইকেট শিকার করেছিলেন। বছর জুড়ে ভারতীয় পেসারের এই পারফরম্যান্সকে উইজডেনের সম্পাদক লরেন্স বুথ চিহ্নিত করেছেন, ‘‘বছরের সেরা পারফরম্যান্স’’ হিসাবে।
অন্যদিকে, গত বছর তিন ফরম্যাট মিলিয়ে মোট ১,৬৫৯ রান করেছেন স্মৃতি। যা মেয়েদের ক্রিকেটে এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড। এর মধ্যে রয়েছে চারটি সেঞ্চুরি। এটাও রেকর্ড। ফলে সহজেই মেয়েদের বর্ষসেরা হিসাবে স্মৃতিকে বেছে নিয়েছে উইজডেন। এছাড়া বর্ষসেরা টি-২০ পুরুষ ক্রিকেটারের সম্মান পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। বছরের সেরা পারফরম্যান্সের জন্য উইজডেন ট্রফি পেয়েছেন নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার।

Latest article