খেলা

ম্যাড়মেড়ে লর্ডসে বুমরাই ব্যতিক্রম

লন্ডন, ১১ জুলাই : ক্রিকেট কৌলিন্যে লর্ডস এখনও একনম্বর। কিন্তু বাজবলের মতো ক্রমশ হারিয়ে যাচ্ছে বাইশ গজ। আগে বল মুভ করত। ব্যাটারদের পরীক্ষা হত। এখন অতীত। তাই লর্ডসে যা হচ্ছে সেটা নিষ্প্রাণ উইকেটে যান্ত্রিক ক্রিকেট। ইংল্যান্ড প্রায় চারশো। ভারত ১৪২/৩। দু’দিনের ম্যাড়মেড়ে চিত্রনাট্যে একমাত্র ব্যতিক্রম জসপ্রীত বুমরা। আরও এক ফাইফার। ৭৪ রানে ৫ উইকেট। যা তিনি বলেই এখানে সম্ভব হল।
যে তিন ভারতীয় আউট হয়েছেন, তাঁদের মধ্যে করুণ করেছেন ৪০। যশস্বীর ১৩। আর গোল্ডেন ফর্মে থাকা শুভমনের ১৬। তিন উইকেট ১০৭ রানে পড়ে যাওয়ার পর রাহুল-ঋষভ পার্টনারশিপ চলছে। রাহুল ৫৩ নট আউট। ঋষভ ব্যাটিং ১৯। আঙুলের চোট যে পিছু ছাড়েনি সেটা বোঝা গেল ঋষভের ব্যাটিংয়ে। কিন্তু এখনও ২৪৫ রানে পিছিয়ে ভারত। এই জুটিকে শনিবার যতদূর সম্ভব এগিয়ে যেতে হবে।

আরও পড়ুন-পড়ুয়াদের সামাজিক করার লক্ষ্যে পর্ষদের নয়া উদ্যোগ

চার বছর পর টেস্ট খেলতে নেমে জোফ্রা আর্চার শুরুতেই ফিরিয়ে দেন যশস্বীকে। পরের দুটি উইকেট স্টোকস ও ওকসের। ওকস অবশ্য অনেক রান দিলেন। বাকিরা যতটা কৃপণ বল করেছেন, ততটাই গুটিয়েছিলেন ব্যাটাররা। রাহুল রাহুল ৫৩ রান করতে ১১৩ বল খেলেছেন। করুণ ৪০ করেছেন ৬২ বলে। উইকেট বোলারদের পাশে না থাকলেও ৩.৪৪-এর বেশি গড়ে রান তুলতে পারেনি ভারত। ইংল্যান্ড সামান্য বেশি ৩.৪৮। তাও কয়েক সপ্তাহ আগে টেস্ট ফাইনালে দাপিয়ে বেড়ানো হ্যাজলউড-এনগিডি এখানে নেই!
স্মিথ (৫১) আর কার্স (৫৬) জোড়া হাফ সেঞ্চুরি করছেন বলেই ইংল্যান্ড ৩৮৭ পর্যন্ত যেতে পেরেছে। না হলে একসময় ২৭১ রানে তাদের ৭ উইকেট পড়ে গিয়েছিল। বুমরা পরপর তিন উইকেট নিয়ে চাপে ফেলে দিয়েছিলেন ইংল্যান্ডকে। পরে এই দু’জন মিলে ৯৯ রান যোগ করেন। বুমরা আরও একবার এক ইনিংসে পাঁচ উইকেট নিলেন। এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন সিরাজ ও নীতীশ। একটি উইকেট রবীন্দ্র জাদেজার।

আরও পড়ুন-সুডা-র সাম্প্রতিক সমীক্ষায় বড় সাফল্য, প্রথম ডেঙ্গিমুক্ত এলাকা স্বীকৃতি পেল পানিহাটি

বাজবল থেকে ইংল্যান্ড আগের দিনই সরে এসেছিল। এদিন সকালের দু’ঘণ্টায় তাঁরা তুলেছে ২২ ওভারে ১০২ রান। এরমধ্যে অবশ্য ৩টি উইকেট হারিয়েছে তারা। কিন্তু সপ্তম উইকেট ২৭১ রানে পড়ে যাওয়ার পর ইংল্যান্ড পরিস্থিতি সামলে নেয় স্মিথ ও কার্সের জন্য। স্মিথ এই সিরিজে দারুণ ফর্মে রয়েছেন।
শুক্রবার লাঞ্চের আগেই হাফ সেঞ্চুরি হয়ে গিয়েছিল স্মিথের। সকালে ২৫১/৪ নিয়ে ব্যাটিং শুরু করেছিল ইংল্যান্ড। রুটের আর ১ রান দরকার ছিল ৩৭তম সেঞ্চুরিতে পৌঁছতে। তিনি শতরানে পৌঁছে গেলেও আর বেশিদূর এগোতে পারেননি। টেস্ট সেঞ্চুরিতে রুট এখন পাঁচে। সামনে শচীন, পন্টিং, কালিস ও সাঙ্গাকারা। বুমরা অবশ্য পরে বিধ্বংসী চেহারা নিয়ে ফিরিয়ে দেন স্টোকস (৪৪), রুট (১০৪) ও ক্রিস ওকসকে।
আগের দিন শেষ বেলায় নতুন বল নেয় ভারত। স্রেফ তিন ওভার পুরনো বল নিয়ে শুক্রবার খেলা শুরু করেছিলেন শুভমনরা। আর বুমরা সেই সেমি নতুন বল নিয়ে চাপে ফেলে দেন ইংল্যান্ডকে। কিন্তু সেই বল একটু পুরনো হতেই স্মিথ আর কার্স অবস্থা সামলে নেন। বিশেষ করে স্মিথ শুরু থেকেই দাপটে ব্যাট করেছেন। এখানেও কেউ তাঁকে সমস্যায় ফেলতে পারেনি।
ডিউক বল নিয়ে বিতর্ক জারি ছিল এদিনও। আগের দুই টেস্টেও দেখা গিয়েছে এই বলের আকার খুব তাড়াতাড়ি নষ্ট হচ্ছে। শুক্রবার যেমন বল ১০ ওভার পুরনো হতেই বদলে দেন আম্পায়াররা। যা নিয়ে তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শুভমন। প্রশ্ন হল, এত তাড়াতাড়ি বলের আকার নষ্ট হয় কী করে? ভারতীয় দল আম্পায়ার সরফুদ্দৌলা সৈকতের কাছে জানতে চায় এত দ্রুত বলের আকার নষ্ট হয় কী করে!
এজবাস্টনেও এই ঘটনা ঘটেছিল। বল পাল্টাতে গিয়ে ম্যাচের অনেকটা সময় নষ্ট হয়েছে। এদিন ১০ ওভারের পুরনো বল হিসাবে ভারতীয়দের হাতে যে বল তুলে দেওয়া হয়েছিল সেটা অনেকের মনে হয়েছিল ২০ ওভারের। তাই এই বল পাল্টে আরেকটা বল দেওয়ার অনুরোধ করেছিলেন শুভমনরা। কিন্তু দুই আম্পায়ার তাতে কর্ণপাত করেননি।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

1 hour ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

5 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

5 hours ago