সিডনি, ২৮ অগাস্ট : বিরাট কোহলির জন্য মিশ্র প্রতিক্রিয়া থাকলেও জসপ্রীত বুমরা অস্ট্রেলীয় জনতার মন জয় করে নেবেন। আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফি নিয়ে এমনই ভবিষ্যৎবাণী জিওফ লসনের। পার্থ-এ প্রথম টেস্ট শুরু হবে ২২ নভেম্বর।
প্রাক্তন ফাস্ট বোলার লসন মুম্বইয়ের একটি পত্রিকাকে বলেছেন, বুমরা ওর কেরিয়ারের অর্ধেকটা ফাইন লেগে দাঁড়িয়েছে। যেখানে থেকে দর্শকদের সঙ্গে যোগাযোগ করা সোজা। তাদের হৃদয় জেতা যায়। কিন্তু বিরাট ইনফিল্ডে থাকে। ভয়ঙ্কর আপিল করে। দুর্ধর্ষ ফিল্ডিং করে। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার ব্যাটারদের সঙ্গে মুখ চালিয়ে যায়। এবারও সেরকম কিছু ঘটতে পারে বলে তাঁর বিশ্বাস।
আরও পড়ুন-৮৯৯তম গোল করে রোনাল্ডো, এই তো শুরু
লসন বলেছেন, অস্ট্রেলিয়ার ক্রিকেটপ্রেমীরা বিরাটের মতো ফাইটারকে পছন্দ করে। ৫০ বা ১০০ রান করে ফেললে ও জনতার সমর্থন পাবে। ১৩ বছর আগে প্রথম অস্ট্রেলিয়া সফর থেকে বিরাট এখানকার পরিবেশ পছন্দ করে এসেছে। বাউন্স ও পেসের সঙ্গে মানিয়ে নিয়েছে। কিন্তু প্রশ্ন হল বিরাটের সেই শার্পনেস এখন আছে কিনা। ওকে এবার খেলতে হবে সেরা অস্ট্রেলীয় সিমারদের সামনে। তখনই উত্তর পাওয়া যাবে।
লসন আরও জানাচ্ছেন, কিছু অস্ট্রেলীয় ক্রিকেটার বলেছে ওদের কাজ অসম্পূর্ণ রয়েছে। খুব স্বাভাবিক। এক দশক এই ট্রফি ভারতের কাছে রয়েছে। এখন সময় হয়েছে ট্রফি ফিরিয়ে এনে ক্রিকেট অস্ট্রেলিয়ার সদর দফতরে রাখার। অস্ট্রেলিয়া হয়তো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে। কিন্তু ভারতের বিরুদ্ধে হোম সিরিজ জিততে না পারলে মুকুট চকচক হবে না।