প্রতিবেদন : এক শ্রেণির মিডিয়ার মিথ্যা প্রচার। ফাঁস করে দিল বর্ধমান পুলিশ। স্কুল সার্ভিস কমিশনের (SSC) দ্বিতীয় দফার পরীক্ষার কালনার ঘটনা। বিবাহিত চাকরিপ্রার্থী (SSC) নোয়া খুলে পরীক্ষা দেবেন না বলে পরীক্ষা না দিয়ে ফিরে গিয়েছিলেন। এমনই খবর প্রচার করা হয়। বর্ধমান পুলিশ মঙ্গলবার মিথ্যাচার ফাঁস করে জানিয়েছে, পরীক্ষাকেন্দ্রে চেকিংয়ের দায়িত্বে ছিল বেসরকারি সংস্থা। যেহেতু নোয়াটি ধাতব, তাই সংস্থার এক কর্মী পরীক্ষার্থীকে নোয়া খুলে যেতে বলেন। কর্তৃপক্ষের নজরে এলে বিষয়টি মিটে যায় এবং নোয়া পরেই নিরাপদে পরীক্ষা দেন ওই পরীক্ষার্থী। এ প্রসঙ্গে পুলিশের বক্তব্য, সব ধর্মেরই আচরণবিধি সরকারের কাছে সমান সম্মানের। যারা বিভ্রান্তি ও উসকানি দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবার কী বলবে সেইসব মিডিয়া যারা ফলাও করে মিথ্যা-প্রচার করেছিল?
আরও পড়ুন- খুনের তদন্তে ক্যাম্পাসে গোয়েন্দারা