পদ্মশিবিরে আভ্যন্তরীণ বিদ্রোহ এখন প্রতিদিনের ঘটনা। এবার বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে দল ছাড়লেন বর্ধমান পূর্বের বিজেপির জেলা সম্পাদক ও নির্বাচনী এজেন্ট সুরজিৎ কর্মকার (Surajit Karmakar)। তাঁর সঙ্গে বিজেপির বহু নেতা-কর্মী বৃহস্পতিবার হাতে তুলে নিলেন তৃণমূলের পতাকা। লাগাতার এই দলত্যাগ বিজেপির চিন্তা বাড়াচ্ছে। সুরজিৎ কর্মকার ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে থেকে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। জেলার প্রথম সারির নেতাদের মধ্যেই ছিলেন সুরজিৎ। এক সময় জেলার যুব সংগঠনের সাধারণ সম্পাদক হন তিনি, এরপর বর্ধমান পূর্ব বিজেপির জেলা সম্পাদক হন। একুশের বিধানসভা নির্বাচনে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার প্রার্থীর নির্বাচনী এজেন্ট হন তিনি।
আরও পড়ুন – বিজেপির উপেক্ষা! ক্ষোভ উগরে গোয়ায় বিদ্রোহী পারিক্কর-পুত্র
প্রসঙ্গত, বৃহস্পতিবার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুরে তৃণমূলের তরফে একটি যোগদান সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই সুরজিৎ কর্মকার-সহ বিজেপির প্রায় আড়াইশো কর্মী তৃণমূলে যোগ দেন। সেই যোগদান সভা থেকে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন সুরজিৎ কর্মকার (Surajit Karmakar)। তিনি অভিযোগ করেন, বিধানসভা ভোটে টিকিট দেওয়ার নাম করে তাঁর থেকে প্রচুর টাকা নিয়েছেন বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় শীর্ষনেতৃত্ব। কিন্তু টিকিট তিনি পাননি। পাশাপাশি বিজেপি নেতারা আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াননি বলেও অভিযোগ করেন তিনি। এই যোগদান সভা থেকে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন, আড়াইশো জন বিজেপি থেকে যোগ দিলেন। পাশাপাশি সুরজিৎ কর্মকারকে জেলার সহ-সভাপতি পদ দেওয়ার প্রস্তাবও দেন তিনি।