থাইল্যান্ডে বেস্ট কিডস অফ ইন্ডিয়া সম্মান জিতল বর্ধমানের প্রাপ্তি

মাত্র ৮ বছর বয়সেই থাইল্যান্ডের পাটায়া থেকে বেস্ট কিড অফ ইন্ডিয়া খেতাব জয় করে এল বর্ধমানের মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী প্রাপ্তি যশ।

Must read

সংবাদদাতা, বর্ধমান : মাত্র ৮ বছর বয়সেই থাইল্যান্ডের পাটায়া থেকে বেস্ট কিড অফ ইন্ডিয়া খেতাব জয় করে এল বর্ধমানের মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী প্রাপ্তি যশ। বাবা পার্থ যশ ব্যবসায়ী। মা পায়েল দত্ত বিউটিশিয়ান। মঙ্গলবার তাকে সংবর্ধনা দিল বর্ধমান ফ্যান ক্লাবের তরফে।

আরও পড়ুন-টোটোচালকের ছেলে ইজরায়েলে গবেষণায়

ক্লাবের কর্মকর্তা তথা ডিজাইনার কোরিওগ্রাফার পিনাকী সরকার জানান, প্রাপ্তির এই জয়ের মুকুটে শুধু বর্ধমান নয়, গোটা ভারতবর্ষের নাম উজ্জ্বল হয়েছে। প্রাপ্তির মায়ের কথায়, ৩ বছর বয়সে প্রথম ফ্যাশন শোয়ে অংশ নেয়। এরপর সে কলকাতায় মডেলিং অফ অ্যাক্টিং কোর্স করে। থাইল্যান্ডের এই প্রতিযোগিতায় বিভিন্ন দেশের ১৫ জন অংশ নেয়। প্রাপ্তিকে তৈরি করতে বিশিষ্ট কোরিওগ্রাফার হিতেশ কুমার, ডিজাইনার রঞ্জিতা ভট্টাচার্যরা পরিশ্রম শুরু করেন। মোট ৩টি রাউন্ডের মধ্যে গঙ্গা থিমে করা প্রাপ্তির পারফরম্যান্সই তাকে জয়ী করে। তাকে দেওয়া হয় প্রাইড অফ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কিডস ক্যাটাগরি ভারত সম্মান পুরস্কার। এরপরই দুটি সংস্থা তাকে অ্যাম্বাসাডার করার প্রস্তাব দিয়েছে। আগামী বছর ফের বিদেশে প্রতিযোগিতার জন্য তৈরি হচ্ছে ছোট্ট প্রাপ্তি।

Latest article