কসবার (Kasba) ঘটনা ‘অনভিপ্রেত’। বুধবার রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় ডিআই দফতর অভিযানের ডাক দিয়েছিলেন চাকরিহারারা। সকাল থেকেই বিক্ষোভ শুরু হয় বিভিন্ন প্রান্তে। এদিকে এদিন কসবার ডিআই দফতরেও জড়ো হয়েছিলেন অনেকে। স্কুল পরিদর্শকের সঙ্গে দেখা করে তাঁর হাতে স্মারকলিপি তুলে দেওয়া ছিল তাদের কর্মসূচি। কিন্তু স্কুল পরিদর্শক এদিন দফতরে ছিলেন না। এরপরেই হঠাৎ কয়েকজন বিক্ষোভকারী ডিআই দফতরের তালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন। পুলিশ প্রথমে তাদের বোঝানোর চেষ্টা করলেও তারা কোনমতেই সুষ্ঠভাবে মানতে রাজি হন নি। এরপরেই শুরু হয় বচসা। সেটা গড়ায় ধস্তাধস্তি, হাতাহাতিতে। প্রকাশিত ভিডিওতে স্পষ্ট এক পুলিশকর্মীকে রীতিমত পিষে দিচ্ছেন চাকরিপ্রার্থীরা। অবশেষে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশও লাঠিচার্জ করে। বিক্ষোভকারীদের দাবি, পুলিশ তাঁদের মাটিতে ফেলে বুকে-পেটে লাথি মেরেছে, গলাধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন-বাম আমলের চাকরি এবার সঙ্কটে, নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্টে দায়ের মামলা
সেই সব ছবি-ভিডিয়ো নিমেষের মধ্যেই ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। গোটা ঘটনায় নেট মাধ্যমে রীতিমত সমালোচনার মুখে পড়তে হয় পুলিশকে। বিক্ষোভকারী চাকরিহারাদের লাথি মারা নিয়ে কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, ‘‘ওই ভাবে লাথি মারা কখনওই কাম্য নয়। পুলিশকর্মীদের বলাই হয়েছে, এ রকম যাতে কিছু না ঘটে।’’ কিন্তু এখানেও সবকিছুই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। নগরপালের বক্তব্য নিয়ে যে ভিডিও দেখানো হচ্ছে সেটা সম্পূর্ণ নয়। তার আগে-পিছনে আরও কিছু রয়েছে। পুলিশেরও ছ’জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে চার জন পুরুষ পুলিশকর্মী। দু’জন মহিলা। এক জন সার্জেন্ট গুরুতর জখম। তিনি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন-অবতরণের পরেই তরুণ বিমানচালক হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত
একপ্রকার বাধ্য হয়ে এবার এক্স হ্যান্ডলে ভিডিয়ো পোস্ট করে কলকাতা পুলিশের তরফে জানানো হল কোন পরিস্থিতিতে তাদের ওই পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে। পুলিশের পোস্ট করা একটি ভিডিয়োয় স্পষ্ট দেখা যাচ্ছে, এক বিক্ষোভকারী চিৎকার করে বলছেন, ‘‘পেট্রল নিয়ে আয়, জ্বালিয়ে দেব।’’ ভিডিয়ো প্রকাশ করা ছাড়াও এক্স হ্যান্ডলের পোস্টে লেখা হয়েছে, ‘‘কিছু অসাধু ব্যক্তি গুজব ছড়াচ্ছেন যে, কলকাতা পুলিশের পোস্ট করা ভিডিয়োগুলি নাকি গতকালের ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়। এ বিষয়ে স্পষ্ট করে জানানো হচ্ছে, শুধুমাত্র উপস্থাপনার স্বার্থে একাধিক ক্লিপ একত্র করে একটি ভিডিয়ো তৈরি করা হয়েছে। নীচে পৃথক ক্লিপগুলি দেওয়া হল, যার মধ্যে একটি ক্লিপে এক প্রতিবাদকারীকে ‘পেট্রল দিয়ে জায়গাটা জ্বালিয়ে দাও’ বলতে শোনা যাচ্ছে। এই ধরনের অবিরত আগ্রাসী আচরণের মুখোমুখি হয়ে কলকাতা পুলিশ আত্মরক্ষার্থে সামান্য বলপ্রয়োগ করতে এবং উচ্ছৃঙ্খল ভিড় ছত্রভঙ্গ করতে বাধ্য হয়।’’