পোড়ালি জ্বালানো, সুপ্রিম চাপে জরিমানা বৃদ্ধি দিল্লিতে

লক্ষণীয়, দিল্লির দূষণ বৃদ্ধির অন্যতম কারণ খড় বা পোড়ালি জ্বালানো। এই ইস্যুতেই সুপ্রিম রোষে পড়েছে পাঞ্জাব ও হরিয়ানা সরকারও৷

Must read

প্রতিবেদন: সুপ্রিম কোর্টের ধমক খেয়ে নড়েচড়ে বসল কেন্দ্র। অনেক অনেক দেরিতে হলেও দিল্লির দূষণ প্রতিরোধে এবার কড়া পদক্ষেপে বাধ্য হল তারা। পোড়ালি জ্বালানো বন্ধ করতে এবার ৩০,০০০ টাকা পর্যন্ত জরিমানা আদায় করা হবে অভিযুক্ত কৃষকদের কাছে। শীত আসার আগেই গ্যাস চেম্বারে পরিণত হয়েছে রাজধানী দিল্লি৷ বায়ুদূষণের মাত্রা ক্রমেই মারাত্মক হয়ে উঠছে৷ গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিবেশবিদরা উদ্বেগ জানাচ্ছেন রাজধানী দিল্লির পরিবেশ দূষণ নিয়ে৷ দিল্লির দূষণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট৷ তাদের নির্দেশিকা না মেনে দিওয়ালিতে আতশবাজি পোড়ানো হয়েছে কেন? এই প্রশ্ন তুলে দিল্লির পুলিশ কমিশনারের জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট৷

আরও পড়ুন-মহারাষ্ট্রের ভোটেও তৃণমূলের বাংলা মডেল অনুকরণ সব দলের

লক্ষণীয়, দিল্লির দূষণ বৃদ্ধির অন্যতম কারণ খড় বা পোড়ালি জ্বালানো। এই ইস্যুতেই সুপ্রিম রোষে পড়েছে পাঞ্জাব ও হরিয়ানা সরকারও৷ এই দুই রাজ্যে পোড়ালি(খড়) জ্বালানোর মতো ঘটনা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও কেন ব্যবস্থা গ্রহণ করেনি দুই রাজ্য সরকার? প্রশ্ন তুলেছেন শীর্ষ আদালতের বিচারপতি অভয় এস ওকা৷ এই প্রসঙ্গেই কাঠগড়ায় উঠেছে কেন্দ্রীয় সরকারের ভূমিকাও৷ কেন সময় থাকতে কোনও পদক্ষেপ করা হয়নি, প্রশ্ন তোলা হয়েছে দেশের শীর্ষ আদালতের তরফে৷ এই আবহে অবশেষে নড়ে চড়ে বসল মোদি সরকার৷ পোড়ালি বা খড় জ্বালানোর মতো ঘটনা বন্ধ করতে জরিমানার অঙ্ক এবারে অনেকটাই বাড়ানো হল। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এক-একবার পোড়ালি জ্বালানোর ঘটনায় সর্বাধিক ৩০,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে পোড়ালি জ্বালানো কৃষকদের৷ যেসব কৃষকদের দু’একর পর্যন্ত জমি আছে, তারা একবার খড় জ্বালালে ৫০০০ টাকা, যাদের জমির পরিমাণ দুই থেকে পাঁচ একর তাদের জন্য ১০,০০০ টাকা এবং যাদের জমির পরিমাণ ৫ একরের বেশি, তাদের জন্য ৩০,০০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে৷ এর আগে সর্বাধিক জরিমানা ছিল ১৫০০০ টাকা। এবার সেই জরিমানা দ্বিগুণ করা হয়েছে৷

Latest article