বাস দুর্ঘটনায় মৃত ১৬

হিমাচল প্রদেশের কুলুতে

Must read

প্রতিবেদন : সাতসকালেই হিমাচল প্রদেশের কুলুতে (Bus Accident in Kullu) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস। মৃত্যু হল অন্তত ১৬ জনের। নিহতদের মধ্যে কয়েকজন স্কুলপড়ুয়া। প্রধানমন্ত্রীর দফতর থেকে কুলুর এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

আরও পড়ুন: ৫৩ লাখ ভারতীয়র হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ

জানা গিয়েছে, সোমবার সকাল ৮টা নাগাদ কুলুর নেওলি-শানসের রোড দিয়ে ওই বেসরকারি বাসটি (Bus Accident in Kullu) যাচ্ছিল। বাসের যাত্রীদের বেশিরভাগই অফিসে যাচ্ছিলেন। ছিল কয়েকজন স্কুল পড়ুয়াও। সাড়ে আটটা নাগাদ সাইঞ্জ উপত্যকার কাছে জংলা এলাকায় ঘটে বিপত্তি। বাঁক নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি বেশ কয়েকশো ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার অভিঘাতে বাসটি একেবার দুমড়ে মুচড়ে গিয়েছে। শেষ খবর পাওয়া পর্যম্ত জানা গিয়েছে, এদিনের দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বেশ কয়েকজন। আহতদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত সংকটজনক। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। কুলুর ডিসি আশুতোষ গর্গ জানিয়েছেন, দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের দেহগুলি ময়নাতদন্তের পর দ্রুত তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত করছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে গিয়েছিল। তাই বাঁকের মুখে চালক নিয়ন্ত্রণ হারান। এই ঘটনায় দুঃখপ্রকাশ করে প্রধানমন্ত্রীর দফতর নিহতদের পরিবারপিছু ২ লক্ষ এবং জখমদের চিকিৎসায় ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যও ঘোষণা করেছে। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরও। আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেন মুখ্যমন্ত্রী।

Latest article