সিমলায় খাদে বাস হত ৪, জখম ৩

স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে হাত লাগান। আহতদের উদ্ধার করে রোহরু হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হয়

Must read

প্রতিবেদন: শুক্রবার সাতসকালে সিমলায় মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ হারালেন ৪ জন। গুরুতর জখম হয়েছেন ৩ জন। পাহাড়ি হিমাচলের খাদে পড়ে গুঁড়িয়ে গেল একটি সরকারি বাস। তবে ভোরবেলায় বাসে যাত্রী কম থাকায় প্রাণহানির সংখ্যা বাড়েনি। নিহতদের মধ্যে একজন নেপালের বাসিন্দা রয়েছেন।

আরও পড়ুন-‘টাকা নেবেন, মদ খাবেন কিন্তু ভোট দেবেন না, এসব চলবে না’ বেনজির হুমকি বিজেপি সাংসদের

পুলিশসূত্রে জানা গিয়েছে, হিমাচল রোডস ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি বাস শুক্রবার ভোর ৬টায় সিমলার কুড্ডু থেকে গিলতাদির দিকে যাচ্ছিল। সেই সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে গিয়ে পড়ে। বাসে চালক ও খালাসিদের নিয়ে মোট সাতজন ছিলেন। বাসটি পাথরে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে হাত লাগান। আহতদের উদ্ধার করে রোহরু হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হয়। পথেই আরও দু’জনের মৃত্যু হয়। সিমলা জেলা পুলিশ সুপার সঞ্জীব গান্ধী জানিয়েছেন, দুর্ঘটনায় মারা গিয়েছেন বাসের চালক ও খালাসি। মৃতদের মধ্যে ধন শাহ নামে এক ব্যক্তি নেপালের বাসিন্দা। দুর্ঘটনাস্থল থেকে মৃতদেহগুলি উদ্ধার হলে তা পরিবারের হাতে তুলে দেওয়া হবে। আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনা কীভাবে হল তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।

Latest article