প্রতিবেদন : দ্বিতীয় হুগলি সেতুতে (Vidyasagar setu) ভয়াবহ অগ্নিকাণ্ড। কলকাতা থেকে সাঁতরাগাছির দিকে যাওয়ার পথে দাউদাউ করে জ্বলে উঠল গোটা বাস। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ হঠাৎই আগুন লেগে যায় বেসরকারি যাত্রীবাহী একটি বাসের ইঞ্জিনে। সেই অবস্থাতেই রাস্তায় আগুন ছড়াতে ছড়াতে কিছুটা এগিয়ে যায় বাসটি। তারপর চালকের তৎপরতায় বাস থামিয়ে যাত্রীদের তড়িঘড়ি নামিয়ে আনা হয়। এরপরই গোটা বাসটি আগুনের কবলে চলে যায়। পুলিশ ও দমকলের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু এর জেরে দীর্ঘক্ষণ দ্বিতীয় হুগলি সেতুর কলকাতা থেকে হাওড়াগামী শাখায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই।
আরও পড়ুন- ওয়াকফে জোর ধাক্কা খেল কেন্দ্র