ফের শহরে পথ দুর্ঘটনা। চাঞ্চল্য ছড়াল হেস্টিংস এলাকায়। দ্বিতীয় হুগলি সেতু (Vidyasagar Setu) থেকে নামার সময়ে আচমকাই ব্রেক ফেল! নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা মারল একটি বেসরকারি বাস। ধূলাগড়- নিউটাউন রুটের একটি বেসরকারি বাস অত্যন্ত দ্রুতগতিতে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা মারে। ব্রিজের মধ্যেই উল্টে যায় গাড়ি। ঘটনায় ৯ জন আহত হয়েছেন বলে খবর। যার মধ্যে ৩ জন গুরুতরভাবে জখম, এমনটাই জানিয়েছে পুলিশ। জখমদের চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে এসএসকেএমে। জানা গিয়েছে, জখমদের মধ্যে রয়েছেন ওই বাসের ও দুর্ঘটনার কবলে পড়া প্রাইভেট গাড়ির কয়েকজন যাত্রী। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, ইতিমধ্যেই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন- বাগদেবীর বন্দনায় পৌরহিত্য তৃণমূলের ছাত্রনেত্রী সৃজিতার
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বেসরকারি বাসটি অত্যন্ত বেশি গতিবেগে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu) অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাড়িকে ধাক্কা মারে। সেই গাড়ি আরও একটি গাড়িকে ধাক্কা মেরে পাল্টি খেয়ে যায়। দুর্ঘটনার জেরে সাময়িকভাবে ব্যাহত দ্বিতীয় হুগলি সেতুর যান চলাচল।