শনিবার তেলেঙ্গানার (Telangana) জোগুলাম্বা গাদওয়াল জেলায় চিত্তুরগামী একটি প্রাইভেট বাস আগুন লেগে উল্টে যায় এবং এর ফলে আগুন লেগে যায়। পুলিশের তরফে জানা গিয়েছে, এক মহিলা যাত্রী এই ঘটনায় দগ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদ-বেঙ্গালুরু জাতীয় সড়কে ইরাভাল্লি চৌরাস্তার কাছে রাত আড়াইটার দিকে। আজ, শনিবার জগন আমাজন ট্রাভেলের বাসটি হায়দ্রাবাদ থেকে চিত্তুর যাচ্ছিল। চালক ঘুমিয়ে পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পরে বাসটি উল্টে যাওয়ায় আগুন ধরে যায়। বিপদ বুঝে সঙ্গে সঙ্গে বাস থেকে নেমে পড়েন যাত্রীরা। এক মহিলার হাত আটকে যাওয়ায় তিনি নামতে না পেরে বাসের মধ্যেই আগুনে পুড়ে মারা যান।
আরও পড়ুন-দক্ষিণেশ্বরে প্ল্যাটফর্ম সম্প্রসারণে জমির জন্য রাজ্য সরকারের দ্বারস্থ মেট্রো
বাসটিতে ৪০-৫০ জন যাত্রী ছিল। প্রায় সব যাত্রীই কাঁচের জানালা ভেঙে লাফ দিয়ে বেরিয়ে আসেন। একজন মহিলা আটকে পড়েন এবং পুড়ে মারা যায়। দুর্ঘটনায় আরও চার যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে গাদওয়ালের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চতুর্থ জনকে হায়দ্রাবাদে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি যদিও তার মধ্যেই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। পুলিশের অনুমান, চালক ঘুমিয়ে পড়েছিলেন যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুন-ধূপগুড়িতে গোডাউনে ভয়া.বহ আ.গুন
সকালের এই ঘটনায় নিহত মহিলার পরিচয় এখনো পাওয়া যায়নি। একটি মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার বিশদ তদন্ত চলছে। প্রসঙ্গত, ২০২৩ সালের নভেম্বরে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের প্রকাশিত সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, তেলেঙ্গানায় সড়ক দুর্ঘটনার সংখ্যা ২০১৮ সালে ২২,২৩০ থেকে কমে ২০২২ সালে ২১,৬১৯ হয়েছে৷ তবে, ২০২২ সালে ৩,০১০ জন মারা গিয়েছিল। গত পাঁচ বছরে সড়ক দুর্ঘটনার হার ৪৫.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।