সুদীপ্তা চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: পর্যাপ্ত ট্রেন নেই। বারবার দাবি জানালেও মেটায়নি কেন্দ্র। পর্যটন মরশুমে ট্রেনের টিকিট না পেয়ে রুটই বদলে দিতে হয়েছে পর্যটকদের। শুধু তাই নয়, উত্তরের একাধিক স্টেশনে বহু ট্রেনের স্টপেজ নেই। এতে ট্রেন থেকে নেমে আরও বেশি টাকা খরচ করে পর্যটকদের গন্তব্যে পৌঁছনোর অভিযোগও রয়েছে। তবে পর্যটকদের চাহিদা মেটাতে দুই হাত বাড়িয়ে দিয়েছে এনবিএসটিসি। শুধুমাত্র ২০২৪-এই ৭৪টি নতুন বাস উপহার দিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম।
সংস্থার চেয়ারম্যান এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, ২০২৪-এ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ঝুলিতে ৭৪টি নতুন বাস পরিষেবা চালু হয়েছে। যার মধ্যে ৩১টি বিএস সিক্স বাস, ২৮টি সিএনজি বাস, ১২টি রকেট বাস ছাড়াও বিভন্ন রুটে বাড়ানো হয়েছে পরিষেবা। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন উত্তরের পর্যটনের কথা মাথায় রেখে একাধিক নতুন ট্রেন দিয়েছিলেন। এনজেপি ছুঁয়ে যেত ১৩৮টি ট্রেন। এখন ট্রেন কমিয়ে উত্তর-দক্ষিণের যোগাযোগের ক্ষেত্রে নিউ জলপাইগুড়ি স্টেশনে রয়েছে মাত্র দুটি ট্রেন। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এই মুহূর্তে দুটি ট্রেন দক্ষিণবঙ্গের সঙ্গে সংযোগ রেখেছে। একটি বন্দে ভারত ও অন্যটি শতাব্দী এক্সপ্রেস। ভাড়া অতিরিক্ত হওয়ায় অনেক যাত্রীই এই ট্রেনগুলিতে যাতায়াত করতে পারেন না। আবার যেসব ট্রেনের ভাড়া সাধ্যের মধ্যে সেগুলি নির্দিষ্ট স্টেশনে স্টপেজ দেয় না। ট্রেনের এই সমস্যার কথা স্বীকার করেছেন খোদ বিজেপি বিধায়কও। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ডিভিশনাল ম্যানেজার শ্যামল সরকার এই প্রসঙ্গে বলেন, পর্যটকদের হয়রানি কমাতে বাস বাড়িয়েছে এনবিএসটিসি। ভবিষ্যতে আরও বাস বৃদ্ধিরও পরিকল্পনা রয়েছে।
২০২৪-এ কতগুলি বাস
৭৪টি নতুন বাস পরিষেবা চালু হয়েছে
৩১টি বিএস সিক্স বাস
২৮টি সিএনজি বাস
১২টি রকেট বাস
কোচবিহার-শিলিগুড়ি রুটে ৭টি কলকাতার বাস
রায়গঞ্জ ও আলিপুরদুয়ার থেকে ৪টি
বহরমপুর ও কোচবিহার ৩টি রকেট
মোট ১২টি বাস দক্ষিণে যায়
কোচবিহার-শিলিগুড়ি রুটে ৩০টি
রায়গঞ্জ-শিলিগুড়ি রুটে ২০টি
জলপাইগুড়ি-শিলিগুড়ি রুটে ৩৫৪টি