শিল্পে রাজস্ব বৃদ্ধির দিশা, পুজোর পর বিজনেস কনক্লেভ: অমিত মিত্র

Must read

শিল্পে বিনিয়োগ বাড়িয়ে রাজস্ব আয়ের নতুন দিগন্তে পা রাখতে চাইছে রাজ্য সরকার। সেই লক্ষ্যে ইস্পাত, জেমস অ্যান্ড জুয়েলারি, তথ্যপ্রযুক্তি, পর্যটন, চর্ম ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মঙ্গলবার নবান্নে শিল্প-ভিত্তিক ‘সিনার্জি কমিটি’র বৈঠক শেষে রাজ্যের মুখ্যমন্ত্রীর আর্থিক উপদেষ্টা অমিত মিত্র (Amit Mitra) জানান, ইতিমধ্যেই এই কমিটি ৩,০৬৯টি শিল্প সংক্রান্ত বিনিয়োগ প্রস্তাব গ্রহণ করেছে।

বৈঠকে মুখ্যসচিব মনোজ পন্থও উপস্থিত ছিলেন। অমিতবাবুর (Amit Mitra) কথায়, “রাজ্যে জেমস অ্যান্ড জুয়েলারি শিল্প থেকে উৎপাদিত সামগ্রী রফতানি করে ইতিমধ্যেই ১.৮ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয় হয়েছে।” তিনি আরও জানান, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প থেকে এসেছে ৪২৩ মিলিয়ন মার্কিন ডলারের রফতানি আয়। বস্ত্র শিল্পেও নজর কাড়া সাফল্যের দাবি করেন তিনি—১৮১ মিলিয়ন কেজি ফেব্রিক তৈরি হয়েছে রাজ্যে।

আরও পড়ুন- মোদি-রাজে বিরাট দুর্নীতি: দেড় কোটি জনধন যোজনার অ্যাকাউন্টে সাইবার প্রতারণা!

স্কুল ইউনিফর্ম তৈরির কাজেও গতি মিলেছে। রাজ্যে পাঁচ কোটির বেশি মিটার ফেব্রিক ব্যবহার করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পোশাক তৈরি হয়েছে, যার সিংহভাগই তৈরি করেছেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। তাঁদের মাধ্যমে তৈরি হয়েছে ৬ কোটি কর্মদিবস।

পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে চর্ম শিল্প ও পর্যটনকে আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান অমিত মিত্র। পুজোর পরেই রাজ্যে আয়োজিত হবে বড় ব্যবসায়িক সম্মেলন—বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ। শিল্পে বিনিয়োগ টানতে এই কনক্লেভকে অন্যতম হাতিয়ার হিসেবে দেখছে নবান্ন।

Latest article