বঙ্গ

মানুষের জীবন বিপন্ন করে ব্যবসা গ্রহণযোগ্য নয়! এজরা স্ট্রিটের ভয়াবহ অগ্নিকাণ্ডে জানালেন দমকলমন্ত্রী

শনিবার সকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড বড়বাজারের (Burrabazar) এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে। দমকলের ২৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল পরিদর্শনে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং দমকল মন্ত্রী সুজিত বসু। বহুতলে অগোছালো বৈদ্য়ুতিক তার নিয়ে উষ্মা প্রকাশ করেন মেয়র। দমকল মন্ত্রীর আর্জি, “ব্যবসা করুন, সবরকম সহযোগিতা করবে রাজ্য সরকার। অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকমতো রাখুন।” সিইএসসি, দমকল, ব্যবসায়ী সমিতি, পুরসভা, পুলিশকে নিয়ে বৈঠক হবে বলে জানান ফিরহাদ।

আরও পড়ুন-যোগীরাজ্যে ৪০ জন ডাক্তারের সঙ্গে যোগাযোগ শাহিনের, সিম কার্ড পেতে হরিয়ানা মসজিদের ঠিকানা

শনিবার সকালে বিধ্বংসী আগুন লাগে এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে। পর পর ভবনে সেই আগুন ছড়িয়ে পড়ে। ঘিঞ্জি এলাকায় দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল পরিদর্শনে যান ফিরহাদ, বলেন, “ওই বহুতলে বহু বৈদ্য়ুতিন তার অগোছালোভাবে দেখা গিয়েছে। আমি সিইএসসি, দমকল, ব্যবসায়ী সমিতি, পুরসভা, পুলিশকে নিয়ে বৈঠক করব। যাতে বড়বাজারে যাঁরা ব্যবসা করেন, তাঁরা সুষ্ঠুভাবে করতে পারেন। যাতে দমকল আসতে অসুবিধা না হয়, তা দেখার দায়িত্ব সকলের।”

অবৈধ নির্মাণ হয়েছে কি না এই প্রশ্নের জবাবে মেয়র বলেন, “হতে পারে বেআইনি, আমি চ্যালেঞ্জ করছি না। এত বড় বাড়িতে কে কী করছেন, তা জানা যায় না। যখন এগুলো হয়, তখন কেউ জানাননি। একশো-দেড়শো বছরের পুরনো বাড়ি। তাই কতটা আইনি, কতটা বেআইনি নির্মাণ তা এখনই বলতে পারব না। আগে বিল্ডিং বিভাগের লোকজনেরা আসবেন, তবেই বলতে পারব।” তবে, অবৈধ নির্মাণ প্রমাণ হলে ভেঙে দেওয়া হবে- সাফ জানান ফিরহাদ।

আরও পড়ুন-

ঘটনাস্থল পরিদর্শন করেন দমকলমন্ত্রী সুজিত বসুও। তিনি বলেন, ”ব্যবসা করার অধিকার সকলের রয়েছে। তবে ব্যবসা করতে গিয়ে যদি মানুষের জীবন বিপন্ন হয়, তা গ্রহণযোগ্য নয়।” তবে, কী থেকে আগুন, তা ফরেনসিক না হওয়া পর্যন্ত বলতে পারব না- জানান দমকলমন্ত্রী।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago