সংবাদদাতা, বসিরহাট : পদ্মাসেতু (Padma Bridge) বাংলাদেশের রাজধানীর ঢাকার দূরত্ব কমিয়ে দিল। ফলে দু দেশের আমদানি-রফতানি বাণিজ্য আরও বড় আকার নেবে। সেই সঙ্গে সীমান্ত এলাকায় বিনামূল্যে মিলবে অ্যাম্বুল্যান্স ও শববাহী গাড়ির সুবিধা। অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর বসিরহাটের ভারত-বাংলাদেশের ঘোজাডাঙা সীমান্তে আমদানি-রফতানি সংস্থা এবং ওপার বাংলার ভোমরা সীমান্তের আমদানি-রফতানি সংস্থার বর্ষপূর্তি উদযাপনে, ব্যবসায়ীদের মধ্যে নতুন আলোর দিশা দেখছেন সীমান্ত বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ী, চালক ও শ্রমিকেরা।
বসিরহাট সীমান্তে এই অনুষ্ঠানে ভোমরা আমদানি-রফতানি সংস্থার সভাপতি কাজি নওশাদ বিল্লা রাজু বলেন, পদ্মাসেতু হওয়ায় ঘোজাডাঙার সীমান্ত থেকে ঢাকার দূরত্ব প্রায় ২২০ কিলোমিটার কমে গিয়েছে। ফলে যেখানে প্রতিদিন ২০০-২৫০ পণ্যবাহী ট্রাক ঘোজাডাঙা দিয়ে বাংলাদেশে (Padma Bridge) প্রবেশ করত, তা আরও দু-তিনগুণ বাড়বে।
আরও পড়ুন: পণ্যবাহী বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ কলকাতায়
অ্যাম্বুল্যান্স ও শববাহী গাড়ি দুটির উদ্বোধন করেন বারিক বিশ্বাস, শাহনুর মণ্ডল, শফিকুল দফাদার প্রমুখ। নওশাদ বিল্লা জানান, আগামী দিনে ঘোজাডাঙা দিয়ে ইলিশ মাছও ভারতে পাঠানো হবে। এর জন্য যে পরিকাঠামো দরকার তা হলেই পরিষেবা শুরু হবে।