প্রসিধকে বড় মঞ্চে দেখতে চান বাটলার

Must read

মুম্বই, ৪ এপ্রিল : মঙ্গলবার আইপিএলে (IPL) নতুন লড়াইয়ে নামার আগে রাজস্থান রয়্যালসের ভারতীয় পেসার প্রসিধ কৃষ্ণের প্রশংসায় পঞ্চমুখ দলের ব্রিটিশ তারকা জস বাটলার। রয়্যালস তারকা ব্যাটার জানিয়েছেন, প্রসিধ আগামী দিনে একজন সফল ফাস্ট বোলার হয়ে উঠতে পারেন। ভারতের হয়ে তিন ফরম্যাটেই প্রসিধকে দেখতে চান বাটলার। তিনি বলেন, ‘‘প্রসিধের বোলিংয়ে সব কিছু রয়েছে। গতি, স্কিল আছে। তিন ফরম্যাটেই ভারতের হয়ে খেলার মতো যোগ্যতা, দক্ষতা দুটোই আছে। ও ভারতের একজন সফল ফাস্ট বোলার হয়ে উঠতে পারে। ওকে আমি দেশের হয়ে লাল বলের ক্রিকেটেও দেখতে চাই।’’

আরও পড়ুন – ডেভিস কাপের সূচি বদল

এবারের আইপিএলে (ILP) এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য দেখাচ্ছে রাজস্থান রয়্যালসকে। মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে নতুন লড়াইয়ে নামছে গোলাপি ব্রিগেড। সঞ্জু স্যামসন, জস বাটলারদের প্রতিপক্ষ এবার ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শুরুতে পরপর দুই ম্যাচ জিতেছে রাজস্থান। দুর্দান্ত ফর্মে রয়্যালসের ব্রিটিশ ওপেনার জস বাটলার। আগের ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ব্যাট হাতে ছন্দে আছেন অধিনায়ক সঞ্জু, দেবদূত পারিক্কল, সিমরন হেটমেয়াররা। রয়্যালসের বোলিং বিভাগও এবার দারুণ শক্তিশালী। অন্যদিকে, ডুপ্লেসি-বিরাটদের আরসিবি প্রথম দুই ম্যাচে একটি জয় এবং একটি হারের মুখ দেখেছে। কেকেআরের মতো ছন্দে থাকা দলকে হারিয়েছে আরসিবি। তাই মঙ্গলবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা।

Latest article