প্রতিবেদন: বিশ্ব উষ্ণায়ন, ভয়াবহ দূষণ প্রভৃতি কারণে গোটা বিশ্বজুড়ে বাড়ছে তাপমাত্রার পারদ। ভারতও (Heatwave- India) তার ব্যতিক্রম নয়। এপ্রিলের মাঝামাঝি দেশের বিভিন্ন রাজ্যে চলছিল প্রবল তাপপ্রবাহ। প্রবল গরমে হাঁসফাঁস করছিল মানুষ। দু’টি পশ্চিমি ঝঞ্ঝার কারণে হালকা বৃষ্টিপাতের ফলে মাঝে কয়েকটা দিন স্বস্তি পেয়েছিল মানুষ। বুধবার ফের আশঙ্কার কথাই শুনিয়েছে জাতীয় আবহাওয়া দফতর।
আরও পড়ুন- ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
আবহাওয়া দফতর তার পূর্বাভাসে জানিয়েছে, আগামী দিনে আরও ভয়ঙ্কর গরম পড়তে চলেছে দেশে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই গরম ও তাপপ্রবাহ দেখা দেবে। উত্তরপ্রদেশ, বিহার, অন্ধ, তেলেঙ্গানা, গুজরাত, মধ্যপ্রদেশ-সহ দেশের অধিকাংশ রাজ্যে যেমন গরম (Heatwave- India) বাড়বে তেমনি বইবে তাপপ্রবাহ। পশ্চিমবঙ্গেও ২৮ এপ্রিলের পর থেকে ফের তাপমাত্রা চড়বে বলে জানানো হয়েছে। শুধু তাই নয়, ২০৩০ সালের মধ্যে ভারতে গড় তাপপ্রবাহের মেয়াদ তিনদিন বাড়তে চলেছে। ২০৬০ সালের মধ্যেই দেশে তাপপ্রবাহের মেয়াদ ৭ দিন পর্যন্ত বাড়বে। দক্ষিণ ভারতের উপকূল অঞ্চল থেকে শুরু করে উপকূলবর্তী প্রতিটি রাজ্যে এই তাপপ্রবাহ টের পাওয়া যাবে। বর্তমানে দক্ষিণ ভারতের উপকূলবর্তী অঞ্চলগুলিতে সেভাবে তাপপ্রবাহ টের পাওয়া যায় না। কিন্তু আগামী ২০ থেকে ৩০ বছরের মধ্যে দক্ষিণ ভারতেও তাপপ্রবাহ অনুভূত হবে।
আইএমডির প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, ঘূর্ণিঝড় বাদ দিয়ে অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তাপপ্রবাহেই ভারতে সবথেকে বেশি মানুষের মৃত্যু হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যেই ভারতের কোনও কোনও অঞ্চলে গড় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসও পৌঁছতে পারে। এই তাপপ্রবাহের মোকাবিলায় প্রাতিষ্ঠানিক, প্রযুক্তিগত ও ইকোসিস্টেম ভিত্তিক বিভিন্ন পরিকল্পনা অনুসরণের পরামর্শ দিয়েছে আইএমডি।