বাংলায় বিজেপিকে একাই হারিয়ে দিয়ে শুধু ওদের অহংকার চূর্ণ করেননি একই সঙ্গে পুরো ভারতবর্ষে নারী শক্তির সম্মান বাড়িয়েছেন। লখনৌতে ভার্চুয়াল র্যালির শুরুতে এভাবেই বাংলার মুখ্যমন্ত্রী ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) অভিবাদন জানালেন উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির শীর্ষ নেতা অখিলেশ যাদব। সঙ্গে বললেন, সর্বশক্তি ও ভয়ংকর আগ্রাসন নিয়ে যেভাবে বিজেপি বাংলায় ঝাঁপিয়ে পড়েছিল তারপরেও আপনি তার মোকাবিলা করে বিজেপিকে পর্যুদস্ত করেছেন তার জন্য আপনাকে কুর্নিশ জানাই।
আরও পড়ুন – উত্তরপ্রদেশে আবকি বার ৩০০ পার, বিজেপির পাল্টা স্লোগানে প্রচারের সুর বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলায় বিজেপির মতো সাম্প্রদায়িক দলের হারকে অখিলেশ ব্যাখ্যা করলেন, সত্যমেব জয়তে বলে। তাঁর কথায় মমতাদিদি কলকাতা থেকে লখনৌতে চলে এলেন আর তা দেখে বিজেপির দিল্লির নেতারা আসতে পারছেন না। বলছে লখনৌতে আবহাওয়া খারাপ। সত্যিই এবার উত্তরপ্রদেশে বিজেপির হাওয়া খারাপ। এবার আর এখানে বিজেপির মিথ্যের প্লেন ল্যান্ড করবে না।
তৃণমূল কংগ্রেস ইউপিতে লড়ছে না। অখিলেশ যাদবকেই পূর্ণ সমর্থন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হাথরাস, উন্নাও, লখিমপুর খেরি, এবং কোভিড বিদ্ধ উত্তরপ্রদেশে এবার সমাজবাদী পার্টির জেতার সম্ভাবনা প্রবল। সিনিয়র রাজনীতিবিদ হিসেবে তাঁর অভিজ্ঞতা দিয়ে ভাই সমান অখিলেশের ডাকে তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন বিজেপির বিরুদ্ধে এই লড়াইয়ে। অখিলেশও বলেছেন মমতাদিদি এসেছেন এবার আমরা বিজেপি হারবেই। এই আবহেই উত্তরপ্রদেশের প্রথম দফা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি চাপ বাড়ালো বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আগামী ২ মার্চ তিনি বেনারস যাবেন। সমাজবাদী পার্টির হয়ে সভা করবেন। যাবেন মন্দিরেও।